Alapon

চলার পথে সওয়াব অর্জনের কিছু শর্টকাট আইডিয়া

চলার পথে সওয়াব অর্জনের কিছু শর্টকাট অথচ ফলপ্রসূ আইডিয়াঃ

১. প্রতিদিন কমপক্ষে ২ টাকা সদকা দিন।

২. ফেইসবুকে অনর্থক সময় নষ্ট না করে জিকিরের পোস্ট দিতে পারেন এবং অবশ্যই শুদ্ধ উচ্চারণে। পাশাপাশি দাওয়াহ’র কাজ করতে পারেন।

৩. বাসার সিঁড়িতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লিখে সাঁটাতে পারেন। সবাই যখন পড়বে তখন আপনিও সওয়াব পাবেন।

৪. চলার পথে সবাইকে সালাম দিবেন।

৫. পথের কাঁটা বা পাথরের টুকরো সরিয়ে দিন।

৬. কোন বুড়ো বা অন্ধ বা প্রতিবন্ধী দেখলে রাস্তা পার করে দিন।

৭. যত নির্মাণাধীন নতুন মসজিদ বা মাদ্রাসা দেখবেন কমপক্ষে ১০ টাকা দিয়ে শরীক হবেন। যতদিন নামাজ, কুরআন তেলাওয়াত বা জিকির হবে সওয়াব পেতে থাকবেন।

৮. সম্ভব হলে একজন এতিমের দায়িত্ব নিবেন। বিশেষ করে যদি হাফিজে কুরআন বানাতে পারেন তবে সাদকায়ে জারিয়ার অফুরন্ত সুযোগ।

৯. মা-বাবার প্রতি কিছু দায়িত্ব পালন করবেন।
অজুর পানির ব্যবস্থা করে দিবেন, রাতে মশারী টাঙিয়ে দিবেন, সুবিধা অসুবিধা জিজ্ঞেস করবেন, বৃদ্ধ হলে কিছু হাতখরচ দিবেন।

১০. সবাইকে ১ মিনিটে একটা হাদিস বা দ্বীনি কথা শুনাবেন। প্রথমবারে সর্বোচ্চ দুই মিনিট এর বেশী নয়। নাহলে পরে আপনাকে দেখলে পালাবে।

Collected

পঠিত : ২৭৩ বার

মন্তব্য: ০