Alapon

আমি বদলে যাবো❤️❤️

ইদানিং আমার মাঝেমধ্যেই আত্নহত্যার প্রবনতা দেখা দেয়। ভাবতে ভাবতে হঠাৎ করেই মনে হয় আমার বেঁচে থাকার প্রয়োজনীয়তা বোধহয় ফুরিয়ে গেছে। কিছুই ভালো লাগে না। যদিও ভালো না লাগার রোগের বয়স পেরিয়ে গেছি তবুও।

এমনিতে আমি খুব কঠিন মনের মানুষ দুঃখ-কষ্ট, আবেগ-অনুভূতি আমারে ছুঁয় না। কঠিন জড়পিণ্ড আমার হৃদয়।

তারপরও, হয়তো একদিন আত্মহত্যা করে-ই বসবো। ট্রেডিশনাল মেথডে গলায় দঁড়ি লাগিয়ে ঝুলে পড়া বা হুদাই দশ বারোটা ঘুমের ওষুধ খেয়ে টাল হয়ে পরে থাকার কোনো মানে হয়না। আত্মহত্যা করতে হবে মহত্বের সাথে...

আত্মহত্যা করার জন্য আমি কারেন্টের খাম্বাকে বেছে নেবো।সময়সূচি নির্ধারণ করে একদিন লোডিশেডিং চলাকালে খাম্বা বেয়ে সোজা উপরে উঠে যাবো। ইন দা মিনটাইম, প্রেস ও মেইনস্ট্রিম মিডিয়ার সাথে যোগাযোগ করে ফেলবো। মিডিয়া আসতে আসতে কারেন্টও এসে যাবে। তারপর গ্রীন সিগন্যাল পেলেই ইলেকট্রিক কেবলগুলো ধরে ঝুলে লটকে যাব। অনেকক্ষণ লটকাবো, মারা যাবার আগপর্যন্ত...

খাম্বার নিচে অবশ্যই রঙিন কাগজে মার্কার পেন দিয়ে বড় বড় অক্ষরে লিখে যাবো -

"আমি মারা গেলে আমার সমাধীফলকে লিখে দিও, এখানে এক জানোয়ার ঘুমিয়ে আছে। প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না !"

পঠিত : ৩৬৯ বার

মন্তব্য: ০