মস্তিকের দখলে।
তারিখঃ ১৩ নভেম্বর, ২০২১, ২০:৩৭
হিসেবে খাতায় না পাওয়া শত শত আক্ষেপ॥
কথা দেওয়া শত শত মানুষদের॥
পরিবার ভাল সন্তান চায়, প্রেমিকা চাকরি চায়, টং দোকানে প্রেমের বিশাল মুহূর্তে ঠিকই মনে করিয়ে দেয়, আমাকে পাওয়ার জন্য তোমার চাকরটি খুব বেশি প্রয়োজন এবার ॥
কারণ সমাজ পুরোনো সেই প্রশ্ন বার বার করবে ছেলে কী করে? কখনও উল্টো প্রশ্ন হয় না মেয়ে কি করে, এই একটি জায়গায় বন্ধি হাজার তরুণ,
কত শত প্রেমিকার বিয়ে হলো, বিয়ের ময়দানে টাকা ভর্তি মানুষটি স্বামী হিসেবে পেয়ে অনেক সুখি ধন্য।
আর এইদিকে চাকরি ক্যারিয়ার পরিবার দেখতে দেখতে জীবন গেলো নিজেকে দেখার সময় পেলাম কোথায়।
এতো শত শত হিসেবে রাত হলে যখন নিয়ন্ত্রণ করে পুরো মস্তিষ্ক। তখন অন্ধকার নিজের চেহারা নিজের কন্ঠের জন্য বড্ড বেশি মায়া হয়,
সাথে সাথে মনে হয়, মস্তিষ্কের অসুখই আসল সুখ॥
মন্তব্য: ০