Alapon

একটু হাসো



চাঁদের মতো মুখটাতে আজ
একটুও নেই হাসি,
যে হাসিটা দেখতে আমি
রোজ রাগ ভাঙতে আসি।

মুখটা কেনো গোমড়া তোমার,
লাগছে অভিমানী!
হরিণীর ওই চোখের কোণে
জমছে কেনো পানি?

রাগ করা মুখ দেখিয়ে আর
করো না গো মন ভারি,
তুমি চাইলে তোমায় নিয়ে
সাত সমুদ্র দিবো পাড়ি।

রুদ্ধস্বরে বলছি আবার
আমার ময়না টিয়া,
মন পাজরে রাখবো গেঁথে
ভালোবাসা দিয়া।

চাইলে তুমি চশমা হয়ে
থাকবো তোমার চোখে,
তুমি চাইলে মেহেদী হয়ে
থাকবো তোমার নখে।

তুমি হাসলে হৃদমাজারে
ভালোবাসা উঠে,
আলতো করে হাত বাড়ালে
ঘুমন্ত ফুল ফুটে।

মান অভিমান ভুলে গিয়ে
একটু তুমি হাসো,
তোমার ঐ মন উজাড় করে
একটু ভালোবাসো।

অযথা আর রাগ না করে
দাও করে দাও ক্ষমা,
এই হৃদয়ে তুমি আছো
ওগো প্রিয়তমা।

|| একটু হাসো ||
-সালাউদ্দিন কামরান

-বিবাহিতদের জন্য প্রেসক্রিপশন

পঠিত : ৫৮৮ বার

মন্তব্য: ০