Alapon

সবার থেকে সেরা

বলতো শুনি কোন সে স্বদেশ
সবার থেকে সেরা
কোন সে স্বদেশ রূপের মায়ায়
লাল সবুজে ঘেরা?
সে আমার- বাংলাদেশ
সবার থেকে সেরা।

সকাল বেলা পূব-আকাশে
সোনালি শক্তির উদয়
প্রাণ খুঁজে পাই আমরা যারা
দিগন্ত করবো বিজয়।
গাছের ডালে পাখপাখালির—
কি দারুণ! চলাফেরা।

অবারিত নিয়ামতে ভরা এই দেশ
যতদূর যায় এই দৃষ্টি
দেখবে দু’চোখ ভরে জুড়াবে হৃদয়
আল্লাহ তায়া’লার সৃষ্টি।

বিকেল বেলা পশ্চিম আকাশ
গোধূলি স্নিগ্ধ মেলা
গাছের সারি ফসলের মাঠ
বাতাসে করে খেলা।
লাঙ্গল কাঁধে ফিরছে দেখো—
গাঁয়ের কৃষকেরা।

পঠিত : ২০ বার

ads

মন্তব্য: ০