Alapon

থাকার জায়গা নেই


হাজার টাকা দাও উড়িয়ে
একটা বেলার নাস্তায়,
আমাদের যে ঘর নেই তাইতো
পড়ে থাকি রাস্তায়।

দেশের টাকা লুটে পুটে
টাকা ভরো বস্তায়,
আর আমাদের জীবন কেটে
যায় যে কত সস্তায়।

ক্ষুদার জ্বালায় দিনরাত ঘুরি
তোমাদের-ই ধারে,
কেউ-ই দেয় না মুখে খাবার
দেখলেই শুধু মারে।

|| থাকার জায়গা নেই ||
-সালাউদ্দিন কামরান

ছবি দেখে কবিতা

পঠিত : ৩০৭ বার

মন্তব্য: ০