Alapon

স্বাধীনতার ৫০ বছর, প্রত্যাশা ও প্রাপ্তি

আমরা কেনো স্বাধীনতা সংগ্রাম করেছিলাম?
উত্তরে অনেক অনেক কথা বলে ফেলবেন। কারণ সে সব ইতিহাস আমরা সবাই কম বেশি জানি।

আচ্ছা, আমরা যে জন্য দেশ স্বাধীন করি, সে সব সমস্যা কি সমাধান হয়েছে? উত্তরে বলবেন না আসলে এটা সম্ভবও নয়। তবে তার অর্ধেক সমস্যা? এর উত্তর কি বলবেন? অথবা যদি বলি ২৫শতাংশ। তাও কি সমস্যার সমাধান করতে পেরেছি? জানি এরও উত্তর দিতে পারবেন না।

তবে, সর্বশেষ শান্তনার ঢেঁকুর তুলবেন এই বলে যে, অন্তত আর যাই হোক আমরা একটা স্বাধীন ভূখন্ড পেয়েছি।

এখন দেখা যাক কোন কোন যায়গায় কি অবস্থাঃ

১) নিরাপত্তাঃ এমন নিরাপত্তায় আছেন যে বাসার সামনে থেকে গ্রেফতার হবেন আর বিনাভিসায় ভারত চলে যাবেন। যেটা পৃথিবীর একমাত্র দেশ ফিলিস্তিনে সম্ভব। এবার ভাবুন আমাদের স্বাধীনতার অর্জন টুকু।

২) অধিকারঃ অপনাকে প্রচুর অধিকার দেওয়া আছে। সেটা হলো বিশেষ কোন ব্যক্তির তেল দেওয়ার স্বাধীনতা। বিপক্ষে গেলেই খবর আছে। নিজের দলের হলেও।

৩) ভোট দেওয়া ও রাজনৈতিক অধিকারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলতঃ এই রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার আদায়ের লক্ষেই ৭১ এ প্রথম বিদ্রোহী বক্তব্য প্রদান করেন।

৪) অর্থনৈতিক অবস্থাঃ আমরা যে কত সুখে আছি এর অনেক নিদর্শন দেওয়া সম্ভব।

এভাবে, আমাদের সাংস্কৃতিক, পররাষ্ট্রনীতি, জীবনযাত্রার মান, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, আইন ও বিচার, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে কথা বললে অনেক কথা বলা যায়...

বিষয়টা নাম বল্লে চাকরি থাকবেনা মতো।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশ ও দেশের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি।
সাথে সাথে সকল শহীদ, বিরঙ্গনা ও যুদ্ধাহত মুক্তি যোদ্ধা এবং সকল স্তরের মুক্তি যোদ্ধাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

পঠিত : ২৯২ বার

মন্তব্য: ০