Alapon

বন্ধু তুমি



যখন তুমি ক্লান্তশ্রান্ত-পরিশ্রান্ত
হতাশায় ম্রিয়মান
আঁখি ছলছল,
তখন তোমার সঙ্গী হবো
খুব যতনে মুছতে দু-নয়ন;

অসুস্থ সময়ে
চেনা মানুষ,চপল বন্ধু হারালে
অশান্ত সাগরে,
তখন তোমার সাথী হবো।
অশান্ত সাগরে হারালে পথ
নাবিক,তোমার আশারআলো হবো

যখন তুমি ছন্নছাড়া,পথহারা
যখন তুমি ভবঘুরে বোহেমিয়ান
যখন তুমি সন্ধ্যার বিষন্নতায় ডুব;

তখন তোমার স্বান্তনা হবো
প্রখর রোদে ছায়া হবো
দুঃখ-সুখের মানুষ হবো
আঁধার রাতে আলো হবো

বন্ধু তুমি একা হলে,
হাত বাড়িয়ে দিও
হৃদ মাঝারের দুয়ার খুলে
সাথী হবো তোমার
করতে ভালো মন।

অশান্ত মনে শান্তির পরশ হয়ে,
আঁখি মেলে দেখো
সাথী হয়ে আছি
প্রবল ভালোবাসায়।

পঠিত : ৯৭৭ বার

মন্তব্য: ০