Alapon

হলুদে বিচরণ



আমি যাব, যাব তোমায় নিয়ে হলুদের বিচরণে, উন্মুক্ত সরিষার প্রান্তরে, যাব সেথায় কোনো এক সুন্দরতম বিকেলে, সূর্যটা যখন ঢলে পরবে পশ্চিম আকাশে, হাঁটব দু'জন পাশাপাশি, গায়ে আকাশি রঙের শাল জরিয়ে, সূর্যের মৃধু রোদ গায়ে মাখব দু'জনে। তুমি হাঁটবে আমার পাশে পাশে হাতটা ধরে, শুনাবে তুমি আমায় তোমার মিষ্টি কণ্ঠের মিষ্টি কথা। আমি দেখব তোমায় অপলক দৃষ্টিতে তোমার মায়াবী আঁখি যোগল, যার জন্য আমি বরাবরের মতোই ছিলাম পাগল। গন্তব্যে পৌছাবার পর তুমি দাঁড়াবে ক্যামেরার সামনে, হলুদের সমাহারে। আমি দেখব তোমায় বার বার, আর ছবি তুলব আনমনে, একটা, দুইটা, হাজারটা, কোটিটা। আর হবো একই ফ্রেমে বন্ধি দু'জন। স্বৃতির পাতায় রেখে দিব সব। থাকবে সেথায় সারাক্ষণ, আজীবন।

০৭/০১/২০ ইং
শামীম

পঠিত : ৪১৮ বার

মন্তব্য: ০