Alapon

সাংবাদিক না সাংঘাতিক

দুটাকা আয়ের জন্য আমরা
নীতিকে বিকিয়ে চলি,
দেশ জাতি আর সত্যকে মোরা
কলমের জোরে দলি।

ধর্ষণ কথা খুব মজা লাগে
রসিয়ে পাতায় লিখে,
নির্বাচনতো সুষ্ঠুই হবে
টাকার গরম দেখে।

কার ঘরে এলো ডাকাতের দল
চোরেরা করল চুরি ,
কোন মোল্লার কয়খানা বউ
‌ তাহা নিয়ে আহাজারি ।

বড় বড় চোর নেতা দেশে আজ
‌ মন্ত্রী ডাকাত নেতা,
স্বাধীনতা যিনি চাননি কখনো
তিনিই জাতির পিতা!

কত লম্পট ব্যভিচার করে
তাও নেতাসাব ঠিক,
সত্য বেঁচেছি স্বল্পমূল্যে
আমিতো সাংবাদিক!

আমাদের চোখ কখনো দেখেনা
বিরোধীদলের লাশ,
দেখেনা দুচোখ শহীদের পাশে
প্রেতাত্মার উল্লাস।

হায়! হায়! রব চারিদিকে ওঠে
জাতির সোনার ছেলে,
হাত বাড়ালেই এমন ছাত্র
এদেশে কোথায় মেলে?

ধর্ষণে যারা সেঞ্চুরি করে
দাঁত বের করে হেসে,
দুষ্ট ছেলের তকমা পেয়েছে
স্বদেশকে ভালোবেসে!

আহা দেশপ্রেম! ধর্ষণ, খুন,
গুম করে দেশে যারা,
শিক্ষা, শান্তি, প্রগতির বুলি
পোস্টারে তুলে তারা।

চাঁদাবাজি করে নিজ এলাকাতে
পড়ালেখা দিয়ে বাদ,
মুক্তিযোদ্ধা তাহাদের বাপ
তারা নামী বজ্জাত।

মুক্তিযোদ্ধা! মুক্তিযোদ্ধা!
নাতি-পুতি সব মিলে,
মুরগিচোরাও টকশোতে এসে
যুদ্ধের কথা বলে!

সরকারি দল করলেই তুমি
স্বাধীনতাকামী বীর,
সাত কোটি লোক রিফুজি এদেশে
আসিয়া গেড়েছে নীড়!

গেলো! গেলো! গেলো! পদ চলে গেলো
সত্য লিখেছে কালি,
ধরে হারামীকে এদিকে আনিস
দুটো কান দিবো মলি!

আমাদের কাজ সত্যকে খোঁজা
তাতে বলো কী যে লাভ?
সংসদে পাওয়া হযরত যদি
রাগে দেয় অভিশাপ!

সত্য কথা বলবো কেন?
নিজ পেটে দিয়ে লাথি,
মিথ্যা কথাই পেটপুরে খায়
ছাগল বাঙালি জাতি!

অধিকার চেয়ে রাস্তায় নেমে
পিছনে খাইয়া বাড়ি,
ধোঁকাবাজদের কথায় নাচিয়া
ভুলে যায় তাড়াতাড়ি।

পঠিত : ৩৩৫ বার

মন্তব্য: ০