Alapon

আমি সাজিদ হতে চাই

আমি অবিশ্বাসীর রুদ্ধ হৃদয়ে
মিথ্যাকে করে ছাই,
আমি হিমু নই
আমি সাজিদ হতে চাই।

আমার কন্ঠে ঝরবে
সত্যের বাণী,
চাপা পড়ে যাবে
মিথ্যার ধ্বনি,
অবিশ্বাসের কুটিরে
জ্বলবে আলো।
কেন তব দূর?
হে ভাই আমার!
মিটাও ধরার
ভ্রান্ত আঁধার,
দেখো নীলিমায়
নতুন প্রহর এলো।

আমি ঘুম নগরীর
মধ্য দুপুরে,
রইতে চাইনা
হেলানো শিরে,
সিজদায় পড়ে
একটু চোখের পানি,
সেই রবের
দুয়ারে,
মনে প্রেম
ভরে,
মুছে দিতে চাই
দুনিয়ার সব গ্লানি।

আমি যুক্তির কাছে বিশ্বাস মোর
করতে চাই না বিক্রি,
আমি নিতে চাই মহা স্রষ্টার দেওয়া
দ্বীন প্রচারের চাকরি।

আমি জ্ঞানসাধনায় ডুব দিতে চাই
জালিমের কারা ভাঙতে,
আমি কুরআনের কথা বলে যেতে চাই
আবারো জোয়ার আনতে।

আমি ধৈর্যের সাথে
করবো পরম সন্ধি,
জ্বেলে দেবো মহা সত্যের আলো
ভ্রান্তকে করে বন্দি।

আমি কুরআনের আলোয় বিজ্ঞান মেপে
সত্যকে পেতে চাই,
আমি হিমু নই
আমি সাজিদ হতে চাই।

পঠিত : ৪৪৪ বার

মন্তব্য: ০