Alapon

এটা আসলে স্বপ্ন ছিল!



অসম্ভব এক সুন্দরতম বিকেলে, তুমি আর আমি হাঁটছি দু'জন একসাথে। যেতে যেতে পথে- দেখছি তোমায় বার বার আনত নয়নে আর পথ ভুলে- যাচ্ছি অজানা গন্তব্যে। তুমি এসেছো নীল শাড়ী, হাতে লাল চুড়ি, কপালে কালো টিপ আর কাজল কালো চোখে। আমি বার বার তোমায় ছায়া দিচ্ছি যাতে সূর্যের মৃদু আলোতেও তোমার কপালে ভাঁজ না পরে, পাছে তোমার কপালের টিপটা সরে যায়। বসন্তের বিকেল, আমরা হাঁটছি মাঠের মাঝপথ দিয়ে। সর্বত্র এখন শান্ত পরিবেশ, তোমার হাতটা ধরতে যাব ঠিক এমন সময় পেছন থেকে কে যেন কর্কশ কন্ঠে বলে উঠল, "ভাই, মা আইতাছে তারাতারি উঠ!"
হায়! হায়! সকাল হয়ে গেছে, অনেক সকাল, আমি স্বপ্ন দেখছিলাম, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম, এক মিষ্টি স্বপ্ন, আর সেই স্বপ্নের বারোটা বাজিয়ে দিলো আমার ছোট ভাই- জাহিদ!

শামীম,
০১/০৪/২০ইং

পঠিত : ৪৪৮ বার

মন্তব্য: ০