Alapon

যদি তুমি আমার না হও



অযথাই শান্তির শহরে রক্তের বন্যা বয়ে যাবে, সাগরের উপর বয়ে যাবে লাভার ধারা, অস্রের ঝনঝনানিতে ভেঙ্গে যাবে শিশুর ঘুম , বসন্তের ঋতুতে চলবে গ্রীষ্মের দাবদাহ , সজিব স্নিগ্ধ বাগান পুড়বে শ্মশানের আগুনে , মাহাকাশের তারারা একে একে ধ্বসে পরবে ভূমিতে, স্বপ্নপুরী পরিনত হবে মৃত্যুপুরীতে , পৌরাণিক কাহিনী সব প্রমানিত হবে মিথ্যে , প্রয়োজনে আবারো হবে পানিপথে যুদ্ধ!

যদি তুমি আমার না হও।

আর তার বিপরীতে তুমি পাবে আমায়, হাতে বকুল ফুলের মালা নিয়ে তোমার অপেক্ষায়, নিশিতে কিংবা প্রভাতে পাবে একটি করে শ্বেত গোলাপ, তুমি চাইলে পাথরের মাঝে ফুটবে ফুল।

যদি তুমি আমার হও। কারন আমি এখন আসক্ত, তোমাতে আসক্ত, তোমার নেশায় আসক্ত।

শামীম,
১৭/০১/২০ ইং

পঠিত : ৩৮১ বার

মন্তব্য: ০