Alapon

তোমাতে আসক্ত



বিশ্বাস করো,
গত নিশীথে স্বপ্নে আমি সমগ্র মর্তলোক পরিভ্রমণ করিয়াছিলাম!
অতঃপর মর্ত হইতে আকাশ, আকাশ হইতে পাতাল, গিয়েছিলাম সেথায় সুদর্শনা তোমার ঐ অক্ষি সাদৃশ্যের সন্ধানে, কত নারী আর কত পরী দেখিলাম কিন্তু তোমার মত সুদর্শনা অক্ষি কোটরের সন্ধান কোথাও পাইলাম না!
এর মানে কি বুঝিতে পারিয়াছ নিশ্চয়,
যে অক্ষির তরে আমি এত পাগল সে অক্ষি কেবল পৃথিবীতে একজনেরই, আর সেটা কেবল তোমার'ই।
সম্ভবত এ কারনেই আমি পাগল তোমার ঐ সুদর্শনা অক্ষিতে।
আমি চাই ঐ সুদর্শনা দু'অক্ষির মালিক'কে আমার জীবনে, যদি না পাই তাহা, দরকার নাই আমার কোনোকিছুর। যদি না পাই তবে হবো আমি উন্মাদ, আমি ধ্বংসের তীরে করিব নৃত্য, মৃত্যুকে করিব গালাগাল আর চির শত্রুর সহিত করিব যুদ্ধ, হোক না মৃত্যু, যাক না তবে মোর প্রাণ।

২৩/০২/২০ ইং,
শামীম।

পঠিত : ৭৪৬ বার

মন্তব্য: ০