Alapon

সম্পূরক তুমি



সুন্দরের প্রতিক পুর্নিমার চাঁদটাও তোমায় দেখে হিংসে জ্বলে মরে। কেন জানো?
কারন জোৎস্না রাতে তুমি বাহির হলে প্রকৃতি চাঁদকে রেখে তোমায় দেখতে ব্যস্ত হয়ে পরে।
পদ্ম ফুল এত সুন্দর অথচ এর কোনো ঘ্রাণ নেই। কেন জানো?
কারণ এর ঘ্রাণের সম্পূরক হিসেবে বিধাতা তোমায় দিয়েছে রুপ তাঁর আপন হাতে।
বাগানের গোলাপ কিংবা হাসনাহেনা দিন শেষে ঝরে পরে। কেন জানো?
কারণ সারা দিন তোমার রুপ দেখে সন্ধা লগ্নে তাদের তন্দ্রা পায়।

০২/১১/১৯ ইং,
শামীম।

পঠিত : ৩৭৮ বার

মন্তব্য: ০