তুমি কি জানো?
তারিখঃ ২ জানুয়ারি, ২০২২, ০০:৩২
থার্টি ফার্স্ট নাইট । চারিদিকে বক্সে গান-বাজনা চলছে। কে বাজাচ্ছে? এই আমরাই । কথিত বংশগত মুসলিম। আমাদের মধ্যে কি ইসলাম খুঁজে পাওয়া যায়?
একজন মুসলিম হয়ে আমি কীভাবে এরকম অশ্লীলতায় ডুবে সময় নষ্ট করতে পারি? আচ্ছা, তুমি নিজেকে মুসলিম বলো; আফিয়া সিদ্দিকীকে চিনো? যয়নব আল গাজালিকে?
বাগরাম, গুয়ান্তানামো কারাগারসহ অসংখ্য কারাগার থেকে নারীর আর্তনাদ ভেসে আসছে। প্রবাহিত হচ্ছে পুরুষের রক্তকণা। তুমি কি তাদের চিনো? তারা আমাদের-ই ভাই ,আমাদের-ই বোন।
তুমি কি জানো, সেই ভাইদের কথা , যাদের যৌনাঙ্গ কর্তন করেছিল সার্বিয়ানরা? (১)
সেই বোনদের কথা, যাদের স্তন, যৌনাঙ্গ টুকরো টুকরো করেছিল সার্বিয়ানরা, জীবন্ত?
সেই গর্ভবতী বোনের কথা , যার পেট কেটে সন্তান যবাই করে বিড়ালের বাচ্চা রাখা হয়েছিল? (২)
সেই ভাইয়ের কথা , যাকে উলঙ্গ করে প্রতিটি আঘাতের পর বলা হয়েছিল, "এখানে তোর আল্লাহও প্রবেশ করতে পারবে না।"
সেই ভাইদের কথা, যাদের জিহ্বা দিয়ে বাথরুম চাটানো হতো? (৩)
সেই বোনদের কথা, যাদের মলাশয় ও যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিলো ?
সেই বোনদের কথা, যাদের প্রতিনিয়ত পুলিশি প্রটেকশনে গণধর্ষণ করা হয়? (৪)
তোমার কানে কি আকসার আর্তনাদ প্রবেশ করে না?
উইঘুর
আরাকান
মিন্দানাও
চেচনিয়া
কাশ্মীর
সিরিয়া
ইরাক
ফিলিস্তিন
সোমালিয়া
লেবানন
লিবিয়া
..........
এগুলো কি শুধুই নিছক নাম? এরা কি তোমার ভাই নয়? এরা কি তোমার বোন নয়? যদি হয়, তবে তাদের কীভাবে ভুলে গেলে তুমি? কীভাবে জড়ালে আনন্দ ফুর্তিতে? যখন তোমার দেশেই কোনো বোনের অভাবের তাড়নায় পতিতাবৃত্তি বেছে নিতে হয়!
নিজেকে মুসলিম বলতে লজ্জা করে না? অপরাধবোধ কি কখনো একটুও জাগে? হয়তো জাগে না তোমার। নাহলে কীভাবে তাদের ভুলতে পারো তুমি? চোখ ফেটে অশ্রুপ্রপাত বয় না তোমার?
একটা কথা মনে রেখো, "ইসলাম তোমাকে ছাড়া অবশ্যই ইনশাআল্লাহ বিজয়ী হবে, কিন্তু তুমি ইসলাম ছাড়া ধ্বংস হয়ে যাবে।"
যদি ইসলাম মানতে কিংবা ইসলামী বিধান মানতে এতই অনীহা তবে ধর্মত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে যাও। ইসলামে সংখ্যার কোন মূল্য নেই।
যদি জিহাদ, পর্দা মানতে অসুবিধা থাকে তবে পশ্চিমা কুকুরদের অনুসরণে ধর্মনিরপেক্ষতা নামে ধর্মহীন হয়ে যাও। তবুও ইবনে উবাইয়ের মতো ইসলামকে অপমান করো না, নিজেকে মুসলিম দাবী করে।
"'লা ইলাহা ইল্লাল্লাহ' পড়লে জান্নাতি " যদি এটা চিন্তা করে থাকো , তবে তোমাকেই বলছি , তোমার কালেমা কবুল হওয়ার গ্যারান্টি কে দিয়েছে? এতই সহজ জান্নাতে যাওয়া?
এখনও সময় আছে ভাই । জাহেলিয়াতের পথ ছেড়ে আসো ইসলামের পথে।
আবারো দেখুক ধরা বাবরী চুলে, পাগরী মাথায়, ঘোড়ায় আরোহী মুহাম্মাদ বিন কাসিম, ইউসুফ বিন তাশফিন, মুহাম্মাদ আল ফাতিহ, কুতায়বা, তারিক বিন জিয়াদ, মুসা, মাহমুদ, আইয়ুবী, নুরুদ্দীন, ইমাদুদ্দিন, ঘুরী, হাম্মাদ, আলাউদ্দিন, মালিক শাহের উত্তরসূরীদের।
আল্লাহ আমাদের বনী ইসরাইলের মতো হওয়া থেকে রক্ষা করুন। যারা মুসা আ. কে বলেছিল ,"তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। আমরা বসে রইলাম।"
তথ্যসূত্র:
১. আগুনের কারাগার
২. বসনিয়ায় আরব মুসলমানদের বীরত্বগাঁথা
৩. নব্য ফেরাউনের কারাগার
৪. কাশগড়; কতো না অশ্রুজল
এছাড়াও পড়তে পারেন:
১. কারাগারে রাতদিন
২. আয়না
৩. শত্রু যোদ্ধা
৪. কয়েদি ৩৪৫
৫. আফিয়া সিদ্দিকী: গ্রে লেডি অব বাগরাম
৬. এফবিআই মোস্ট ওয়ান্টেড উইমেন : আফিয়া সিদ্দিকী
৭. কাশ্মীরের কারাগারে
৮. কাশ্মীরের রণাঙ্গনে
মন্তব্য: ০