Alapon

পর্ণ আসক্তি থেকে বাঁচার উপায়


সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত উক্তি আছে,
‘ আপনি যদি কোনো জাতিকে যুদ্ধ ছাড়াই ধ্বংস করতে চান, তবে তাদের তরুণ প্রজন্মের মাঝে নগ্নতা আর ব্যভিচারকে সহজলভ্য করে দিন। ’
.
আর ঠিক এই জিনিসটাই আমরা দেখছি, এমনসব ঘটনা যা আমাদের সমাজকে নষ্ট করে দেয়—ব্যাপক নগ্নতা এবং অনিয়ন্ত্রিত যৌনতা। অধুনা পশ্চিমা সেক্যুলার সমাজ এর ওপর-ই গড়ে উঠেছে, যা অ-পশ্চিমা আর মুসলিম সমাজগুলোকে দ্রুতই প্রভাবিত করতে শুরু করেছে।
.
স্মার্টফোনে মুখ বাংলার পাঁচ করে সেলফি তোলা, সেক্সি ফিল্টারস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক ইত্যাদি), ফ্যাশন দুনিয়ার উগ্র ট্রেন্ডস, মেইকআপ ট্রেন্ডস, হলিউডের মুভি আর টিভি শো-তে সেক্স আর ন্যুডিটির বিপণন, অবাধ এবং সহজলভ্য অনলাইন পর্ন, কোনো বাছবিচার ছাড়াই মানুষ এসব অন্ধের মতো অনুসরণ করে। তলিয়ে যায় নগ্নতা আর জঘন্য যৌনতার অতল গহ্বরে।
.
ইসলাম ঠিক এর বিপরীত শিক্ষাটা দেয়। ইসলাম আমাদের শেখায়, কীভাবে এ পাপের সমুদ্রে লাইফ জ্যাকেট ব্যবহার করে টিকে থাকতে হয় :
• হিজাবের বিধান, الحجاب
• হায়া বা লজ্জাশীলতা, الحياء
• দৃষ্টি অবনত রাখা, غض البصر
• ফ্রি-মিক্সিং না করা, عدم الاختلاط
• গাইরে মাহরামের সাথে একাকী সাক্ষাৎ না করা, عدم الخلوة
• বিপরীত লিঙ্গের সাথে কথা বলার শিষ্ঠাচার (কণ্ঠস্বর নরম না করা, অনর্থক কথা না বলা) ولا تخضعن بالقول

.
সুনির্দিষ্ট এই ঐশ্বরিক নিয়মগুলো পুরুষ ও নারীর মাঝে যোগাযোগের একটি অনতিক্রম্য রেখা টেনে দেয়; যা ব্যক্তি, পরিবার আর সমাজকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করে।
.
আমরা যতই এর রেখাকে অতিক্রম করার চেষ্টা করব, ততই নিজেদের ধ্বংসকে ত্বরান্বিত করব।

©️Umm Khalid এর লেখা থেকে Fight Against Fahshaa টিম কর্তৃক অনূদিত।

পঠিত : ৬২৫ বার

মন্তব্য: ০