Alapon

অধিকার



আপন জমিনে মোরা
দুষ্কৃতকারীদের খাঁচায় বন্দী
তাদের বানানো নিয়মে,
মুখফুটে অধিকার চাইনা
শয়তানের ক্ষমতার ডরে;

তারা আমাদের মনের নিয়ন্ত্রণ চায়
ইচ্ছে আবেগ অনুভূতি শুন্য করে,
হীরক রাজার দেশ ভেবে মেনে চলি হেসে
হাহা,এংরি রিয়েক্ট আর মন্তব্যবক্সে অভিশাপে
দায়সারা,কার্যত কিছুই করি না

গোলামের দেশে নিজেদের রাজা ভেবে
তারা যা বলে তাই করে মৃদু হেসে
রাস্তায় মরে গেলে ওভারব্রিজ
আগুনে পুড়ে গেলে হাজার টাকা
অধিকার চেয়ে জান গেলে দেশদ্রোহী-রাজাকার

চেতনে-অচেতনে,
জমিনের প্রতিটি ক্ষুদ্রকণা শোষিত
তাদের খেয়াল খুশির আবডালে
তবুও নিশ্চুপ জনতা;
জমিনের নিরীহ জনতার
দু-মুঠো ভাতের যেথায় অভাব
অধিকার সেথায় বিলাসিতা।

পর্দার আড়ালে চুষে চলে নিরবে
স্বাধীনতার পক্ষ শক্তি ভেবে
মেনে চলে সুশীল-প্রগতিশীলেরা;
এভাবেই কেটে যায়,
হাজার রজনী দুঃখে ভরা
পঞ্চাশেও আজ জনতা অধিকার হারা।

পঠিত : ৬২২ বার

মন্তব্য: ০