Alapon

একুশ থেকে বাংলাদেশ



একুশ, এক গণ বিদ্রোহের নাম!
একুশ, এক রক্তাক্ত প্রান্তরের ইতিহাস!
নজরুল-সুকান্তের বিদ্রোহী কণ্ঠ!
মায়ের ভাষার জন্য আত্মবলিদানের শোকরুপ বৃত্তান্ত!

যেদিন পাক সেনারা দাঁড়িয়েছিল অস্র হাতে
দামালদের সামনে, রক্তপিপাসুর ন্যায়!
বরকত, রফিক, শফিউর, যেন একেকটা বাংলাদেশ,
ঢেলে দিয়েছিল বুকের উষ্ণ তাজা রক্ত!
কেন?
ভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা।
যার জন্য রক্ত বিসর্জন দিতে কার্পণ্য করেনি বরকতরা!

বাংলার দামালদের থামাতে পারেনি কখনোই পাক পিশাচরা।
প্রমাণ?
বায়ান্ন থেকে একাত্তর, স্বাধীনতা, এক নতুন সূর্যদয়,
এক নতুন ভোর, এক নতুন দেশ, বাংলাদেশ।

১৭/০২/২০ ইং,
শামীম,

পঠিত : ৪৩৯ বার

মন্তব্য: ০