Alapon

আমার কিছু বাস্তব অভিজ্ঞতা



❝সমাজটা এখন এমন পর্যায়ে আছে যে, আপনি যদি সত্য বলেন, তাহলে আপনি বেয়াদব, বিদ্রোহী আখ্যা পাবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। মানে সমাজ থেকে আপনাকে প্রভাবশালীরা বিচ্ছিন্ন করে দিতে পারে।
কিন্তু যদি মিথ্যা বলা শিখে যান, তবে আপনি অনেক কিছুই করতে পারবেন। সমাজের চূড়ায় থেকে নেতৃত্ব দিতে পারবেন। অন্যান্যদের মতোই সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবেন। কিন্তু মিথ্যার পিছনে যে চাটুকারিতা লুকিয়ে থাকে সেকথা সবাই জানলেও মানেন না অনেকেই।
সুতরাং, আপনি যদি বেয়াদব আখ্যা না পেতে চান, সমাজচ্যুত না হতে চান কিংবা নিজেকে চাটুকার হিসেবে না প্রকাশ করতে চান তবে কোনো কথা বলবেন না, একেবারে চুপচাপ থাকুন। সেক্ষেত্রে আপনি যত চুপচাপ থাকতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল।❞

❝বেশি সরলতা উচিৎ নহে। এতে কষ্ট পাবার সম্ভাবনা বেশি থাকে। কারন আপনার চারপাশের কারো সাথেই যখন আপনার মন মানষিকতার মিল পাবেন না, তখন সমাজ আপনাকে ভিন্ন চোখে দেখবে। আপনার সরলতার সঠিক মূল্যায়ন আপনি পাবেন না। আর যতই চালাক কিংবা চতুর হবেন ততই আপনার জন্য মঙ্গলজনক হবে। বেশিরভাগ মানুষের সাথে উঠা বসা থাকায় সমাজে প্রতিপত্তি বিস্তার করতে পারবেন।❞

❝আপনি যতবেশি মিথ্যা কথা বলতে পারবেন, লোক ঠকাতে পারবেন, মানুষকে ধোকা দিতে পারবেন ততবেশি চালাক আপনি। আর এগুলোর একটাও পারবেন না? তাহলে মনে রাখবেন আপনিই সেই হতভাগা বোকা লোকটি।❞

❝আপনি যদি শুধুই টাকা পয়সা কিংবা অর্থকরীকেই জাগতিক সুখের মূল মনে করেন তবে আপনি ভুলের মধ্যে আছেন। কারন সুখ বিষয়টা আপেক্ষিক এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা মানষিক প্রশান্তির উপর নির্ভরশীল। টাকায় প্রাশান্তি নেই, টাকাকেই সুখ বলে না।❞

❝আপনি যত উপরে উঠবেন, সেখান থেকে পরে গেলে ঠিক ততবেশি ব্যথা পাবেন।
তেমনিভাবে আপনি যাকে যতবেশি ভালবাসবেন, কোনো অনভিপ্রেত ঘটনায় তাকে ঠিক ততটাই বেশি ঘৃণা করবেন। মানে, তার ছায়াটাকেও দেখলে আপনার গায়ে আগুন জ্বলে মনে হবে।❞

০৫/০১/২১ ইং,
শামীম,

পঠিত : ১০৬১ বার

মন্তব্য: ০