Alapon

সুনয়না চন্দ্রমুখী,



তুমি কি জানো তুমি কী?
আমার চোখে তুমি পুর্নিমা চাঁদ, তুমি জ্যোৎস্নার আলো, তুমি স্নিগ্ধ সকাল, তুমি গোলাপ, তুমি পদ্মাবতী, তুমি বৃষ্টি, তুমি মেঘ, তুমি শীতের সকালের মিষ্টি রোদ, তুমি ঝর্ণাধারা, তুমি সুগন্ধী, তুমি আবেগ, তুমি মরুর বুকে পথহারা পথিকের পথপ্রদর্শক, তুমি গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে হিমেল হাওয়া, তুমি সুনয়না, তুমি চন্দ্রমুখী। তুমি আমার কাছে পবিত্র, তুমি আমার কাছে সত্য, তুমি আমার কাছে আলোর প্রভাত, তুমি আমার কাছে শীতের দোয়েলের মত মিষ্টি সুর, তুমি আমার কাছে চির যৌবনা ঋতু বসন্তের ফুল, তুমি আমার কাছে আমার সব জমানো আবেগ, তুমি আমার কাছে আমার যা কিছু আছে সব, তুমি না থাকলে দরকার নেই আমার জীবনের স্বাদ, দরকার নেই আমার মিথ্যে পৃথিবীর মোহ, দরকার নেই আমার ভবিষ্যতের অসামঞ্জস্যতার প্রহর। আমি ভালবাসি তোমায়, তোমায় নিয়েই থাকতে চাই, না পেলে তোমায়, বেদনায় সিক্ত হবে এ হৃদয় আজীবন, সারাক্ষণ, আমৃত্যুক্ষণ।

শামীম,
০৬.০১.২০ ইং,

পঠিত : ৬৭৩ বার

মন্তব্য: ০