Alapon

বাঙালের জাত এখন আত্মহত্যা বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছে...



বাঙালির সব বিষয়ে বিশেষজ্ঞ হবার স্বভাবটা আর গেল না। বাঙালের জাত এখন আত্মহত্যা বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছে।

একটা মানুষ নানা কারণে ডিপ্রেশনে থাকতে পারে। সেই কারণগুলো খোঁজা আপনার আমার দায়িত্ব নয়।

ফ্যামিলি ক্রাইসিস সবার জীবনেই আছে। কেউ সেই ক্রাইসিস মেনে নিয়ে বেঁচে থাকতে পারে, আর কেউ মানতে পারে না। যারা পারে না, তাদের মধ্যে কেউ কেউ নিজের জীবন শেষ করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে চায়। মনসুর সাহেবও হয়তো ভেবেছেন, একমাত্র মৃত্যুই তাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। তাই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

যদিও আত্মহত্যাই সব সমস্যার সমাধান নয়, কিন্তু মনসুর সাহেবের বিচারের ভার তো আপনার কাঁধে নয়। বিচার করার একমাত্র হকদার মহান আল্লাহ রাব্বুল আলামিন। মনসুর সাহেব কোন দোজখে জ্বলবেন, সে বিষয়ে আপনার চিন্তা না করলেও চলবে। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন কিনা, সে কথা ভাবুন!

আর দ্বিতীয়ত, কতক বাঙাল মনসুর সাহেবের জামাতা রিয়াজকে টার্গেট করেছে। রিয়াজ জামাই হয়ে এই করতে পারতো, সেই করতে পারতো। যারা এসব কথা বলছে, তারাও কারও না কারও জামাই। তাদের মধ্যে কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবে জানি। তারা কেউ কেউ নিজের শ্বশুরকে আজ অবধি 'আব্বা'-ই বলেই ডাকতে পারে না, তারাই আবার রিয়াজকে শ্বশুরের খেদমত শেখাচ্ছে!

পঠিত : ৩০৭ বার

মন্তব্য: ০