বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা ও দো'আ
তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৪৪
মেঘে মেঘে বেলা বয়ে যায়
হেলায়-ফেলায় কার্যের ভার
জীবন নদে তুফান হানে আঘাত
ভেঙেচুরে চুরমার স্বপ্নেরাসব
জবাবদিহীতার ভয়ে ক্ষনে ক্ষনে দুরত্ব কেবল
তবুও স্বপ্ন বুনি
ধ্বংসীতুফান বুকের ভেতর,
বিপ্লবের যে মশাল জ্বলে
তা কখনো নেভাতে পারবেনা,ইনশাআল্লাহ
শত অযোগ্যতা-দুর্বলতা
তোমার আলোয় কেটে যাবে
সব পিছুটান ভুলে মিছিলে যাবো
হে কাফেলা
হে প্রিয়তমা ৪৫'এর শুভেচ্ছা জেনো
জয়ে-পরাজয়ে,সুখে-দুখে
আঁধার কালো দিনগুলিতে
প্রেরণার মশাল জ্বেলে রেখো।

মন্তব্য: ০