Alapon

অতি ধনীর বিশ্বে, দারিদ্র্যতার মহা অভিশাপে নিমজ্জিত মানবতা!সম্প্রতি "সময় টিভির" একটি নিউজ দেখার পর দারিদ্র্যতা নিয়ে একটু খোঁজ-খবর নিয়ে দেখলাম।
যা বুঝলাম তাতে বিশ্ব আজ মহা সংকটে নিমজ্জিত!
হয়তো আমি আপনি ভালো আছি, ভালো জীবনযাপন করছি, কিন্তু পৃথিবীর প্রায় ৭০ভাগ মানুষ ভালো নেই!
এটার একমাত্র কারন পূঁজিবাদী বিশ্ব-ব্যবস্থা!
পুরো বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ২হাজার ৭৫৫জন তাদের টোটাল সম্পদ আছে ১৩.১ট্রিলিয়ন মার্কিন ডলার!
যা করোনার আগে ছিলো ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।

শীর্ষ ১০ ধনীর সম্পদ বিশ্বের ৩১০কোটি মানুষের সম্পদের সমান!
যে ৩১০কোটি মানুষ দৈনিক পেটপুরে ২বেলা খাবার খেতে পারেনা! এমন দরিদ্র তারা।
বিলিয়নিয়ারদের সম্পদের ৯৯ভাগও যদি দান করে দেয়া হয় তাহলেও তারা বিশ্বের ৯৯ভাগ মানুষের থেকে বেশি ধনী থাকবেন।

এই অসম বিশ্ব-ব্যবস্থা কিভাবে মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারবে?
নতুন করে ভাবনার সময় এসেছে আমাদের সবার।

আ জ ম ওবায়দুল্লাহ

পঠিত : ৫৭৪ বার

মন্তব্য: ০