Alapon

জ্ঞান আহরনের জন্য সামাজিক নিরাপত্তা অন্যতম শর্ত



জ্ঞান এমন একটি বিষয় যা একাডেমিক পড়াশোনা করে সবাই অর্জন করেনা!
বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য মানুষের পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভরশীল হতে হয়। কেননা মানুষ শুধু শুধু বই পড়লে যে জ্ঞান অর্জন হবে তা সাধারণত কিছুক্ষণ মানুষকে উদ্বেলিত করে বা কিছু করার জন্য উৎসাহ প্রদান করে, কিন্তু শারীরিক কর্ম এবং প্রত্যক্ষ জ্ঞান মানুষকে নতুন নতুন উদ্ভাবনের জন্য উৎসাহিত করে অনেক বেশি।
একাডেমিক বই পড়ে বা বিভিন্ন ভাবে জ্ঞান অর্জন করতে হলে, ব্যক্তি নিজেকে মনোরম পরিবেশে রেখে, সুস্থ পরিবেশ এর আওতায় থেকে চিন্তার জগতকে প্রসারিত করলে সেটি যথাযথ চিন্তা হওয়ার সম্ভাবনা বেশি।
এছাড়া অসুস্থ পরিবেশে থেকে কখনও সুস্থ চিন্তা মানুষের মাথায় আসতে পারেনা!
বাংলাদেশের পেক্ষাপটে জ্ঞানী ব্যক্তি তৈরি না হওয়ার অন্যতম কারন অসুস্থ পরিবেশ, এবং সামাজিক নিরাপত্তা হীনতা।
যার ধরুন কোন মানুষই সুস্থ চিন্তা লালন করতে পারছেনা! তাই প্রথমে সুস্থ সামাজিক কাঠামো বিনির্মান করতে হবে, এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তানাহলে যতই জ্ঞান আহরনের প্রতিষ্ঠান তৈরি হোকনা কেন সেখান থেকে প্রকৃত জ্ঞানী বের হবে না।
আ জ ম ওবায়দুল্লাহ

পঠিত : ৩৫৬ বার

মন্তব্য: ০