Alapon

আমি আমার হৃদয়ের বোবাকান্নাগুলো থরে থরে সাজাই


আমি আমার হৃদয়ের বোবা কান্নাগুলো থরে থরে সাজিয়েও কাঁদতে পারি না। ক্ষুধার জ্বালায় ঘরে আমার ছোট্ট শিশুরা, বৃদ্ধা মা... ওরা যে পথ পানে চেয়ে আছে কি দিয়ে বোঝাই ওদের । হে উন্নয়ন, হে উন্নত আর মধ্যম আয়ের দেশের অর্থনীতি তুমি কেন আমাকে রাস্তায় ট্রাকের সামনে কাঙ্গালের মতো লাইনে দাড় করাও? কোনো উত্তর দিবে কি উন্নয়ন? আকাশসম ভবনের এয়ারকুলারের বাতাসে বসে ঘুম ভাঙানি কবিতা আবৃতি করা হে কালের নির্বোধেরা তোমরা কি আমাদের ক্ষুধাতুর চোখের চাহনি বুঝতে পারো? মাউথস্পিচের সামনে দাড়িয়ে তোমরা যারা ভাষণ দিচ্ছো আর বলছো মানুষের আয় বেড়েছে... আমি তো আমার আয়ে দুমুঠো ভাত জোগার করতে পারি না...........ভাত দে হারামজাদা নইলে উন্নয়ন চিবিয়ে খাবো.................  

পঠিত : ২৪৭ বার

মন্তব্য: ০