Alapon

প্রত্যেক মুসলিমাহ একজন রানী...



আফগানি মহিলা জান্নাত আজ নিজের বাবার বাড়ি যাবে,আফগানিস্তানের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত নওশাক পর্বত অতিক্রম করে তার বাবা মোস্তাক আহমদের দ্বিতল ভবন ৷

আফগানিস্তানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নওশাক,পর্বতটি পাকিস্তানের তিরিচ মির পর্বতশৃঙ্গের একটি শাখা এবং আফগানিস্তানের উত্তর-পূর্বে হিন্দুকুশ পর্বতমালার অংশ। উল্লেখ্য যে এ হিন্দুকুশ পর্বতমালাটি পামির মালভূমি থেকে উৎপন্ন, আফগানিস্তানের পার্বত্যাঞ্চলে প্রচুর তুষারপাত হয়,তুষারে ঢেকে যায় পাহাড়ি রাস্তাঘাট ও আফগানিদের বাড়িঘর ; শুভ্র তুষারাবৃত্ত একটি পথ নওশাক।

জান্নাত-রেজওয়ান দম্পতি এ পথের যাত্রী, স্ত্রী কণ্যাকে গাধার পিঠে বসিয়ে হিমশীতল এ পথ পায়ে অতিক্রম করে নিজে সওয়ারি টেনে নিয়ে যাচ্ছে জান্নাতের স্বামী রেজওয়ান ৷ ছবিটি প্রতিকি হলেও মানসপটে এ দৃশ্যটি বিশ্বের মানুষের কাছে ইসলামে নারীর মর্যাদার একটি স্বচ্ছ বার্তা বাহক এবং নারীজাতির প্রতি একটি জাতির মোহাব্বত ও সম্মানের জীবন্ত দর্পণ ৷ আল্লাহ বলেছেন- "পুরুষ নারীদের অভিভাবক, কারণ আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এ কারণে যে, পুরুষগণ নিজেদের অর্থসম্পদ ব্যয় করে"(০৪:৩৪) ৷

ইসলাম জীবনের প্রতিটা ক্ষেত্রকেই একটি মেয়ের জন্য সুপ্রশস্ত করেছে। সূরা নিসার ১১,১২,১৭৬ নং আয়াতে আল্লাহ সুবহানাতায়ালা মেয়েরা তার বাবা,মা,স্বামী,পুত্রের কতটুকু সম্পত্তি পাবে তা নিয়ে আলোচনা করেছেন,শুধু তাই নয় জোর করে কোন মেয়েকে বিয়ে করাও ইসলাম নিষেধ করে । আল কোরআনের সূরা নিসার ১৯ নাম্বার আয়াতেই বলা হয়েছে যে -“ হে ঈমানদারগণ ! বলপূর্বক নারীদের কে উত্তরাধিকারীরুপে গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয় এবং তাদের কে আটকিয়ে রেখো না,আবার এই আয়াতেই বলা হয়েছে যে- “ নারীদের সাথে তোমরা সদ্ভাবে জীবন যাপন কর। আল্লাহ সুবহানা ওয়াতায়ালা নারী জাতির উপযুক্ত ও পূর্ণাঙ্গ মর্যাদা ঘোষনা করেছেন ৷

জাহেলিয়াতি সমাজে নারীদের সাথে সর্ব দিক দিয়ে পশুর মতো আচরণ করা হতো, সে সমাজে আল্লাহ ঘোষিত বিধানের বাস্তবায়ন করে নারীদেরকে মর্যাদার আসনে সমাসীন করেছেন হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন থেকেই নারী পেয়েছে সংসারে রানীর মর্যাদা। ইসলাম নারীকে সম্মানের আসনে সমাসীন করেছে, প্রত্যেক মুসলিমাহ এক একজন রানী ৷ মুসলিম পুরুষ নিজের স্ত্রী সন্তানের হেফাযত করবে এইটা দ্বীনের অংশ, আর দ্বীনের এ শিক্ষাটা মু'মিন হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবিত অবস্থা থেকেই জাগরিত রয়েছে এবং কেয়ামত পর্যন্ত জাগরিত থাকবে; কেননা মানুষের জীবনের উত্তম আদর্শ সাইয়্যেদুল মুরসালিন স্বয়ং উম্মতকে এ শিক্ষাই দিয়েগেছেন ৷

কিন্তু আশ্চর্যের বিষয় যে, নারীকে ভোগের সামগ্রীতে উপস্থাপনকারী পশ্চিমারা মুসলিম জাতিকে নারী অধিকারের সবক দেয় এবং মুসলিম বিরোধি অনেক ভুয়া ও অতিরঞ্জিত খবর ছাপিয়ে বিশ্বের লক্ষ লক্ষ মানব মস্তিষ্ক অকাজের দিকে আহবান করে একটি মুসলিম বিদ্বেষী মনোভাবাপূর্ণ দল ভারি করতে চায় ৷ প্রত্যেক যুগেই ছিলো কাফের,মুশরিক ও মুনাফিকরা। এখনো এমন রয়েছে, যারা ইসলামের ক্ষতির জন্য প্রতিনিয়ত নানান কুটকৌশল করে যাচ্ছে ৷

তাদের কুটকৌশলের জবাবে আল্লাহ বলেন- "আর তারা কুটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী" (আলে-ইমরান:৫৪) ৷

আল্লাহ সুবহানা ওয়াতায়ালা ইসলামের শত্রুদের তৈরীকৃত ফাঁদ থেকে আমাদের রক্ষা করুন এবং আমাদেরকে ইসলামের সৌন্দর্য বুঝার তাওফিক দান করুন-আমীন ।

- উম্মেহানি বিনতে আবদুর রহমান

পঠিত : ৩৩৩ বার

মন্তব্য: ০