Alapon

ইমাম তিরমিজি



নাম এবং বংশ পরিচয়ঃ-
তাঁর আসল নাম হলো মুসলিম। উপনাম হলো আবুল হোসাইন। তাঁর উপাদি হলো আসাকিরুদ্দীন এবং ইমাম মুসলিম। পিতার নাম হলো আল-হাজ্জাজ। ইমাম মুসলিম রহঃ পুরা নাম হলো আল-ইমাম আল-হাফেজ হুজ্জাতুল ইসলাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হুজ্জাজ ইবনে মুসলিম ইবনে ওয়ারদ ইবনে কুশায আল কোরাইশী আন নিশাপুরী। ইমাম তিরমিজি (রহঃ) আরব বংশের লোক (অর্থাৎ কোরাইশ বংশ)। ইমাম তিরমিজি (রহঃ) এর পরিবারের আদিবাস হলো নায়সাবুর।

জন্ম ও শৈশবকালঃ-

ইমাম তিরমিজি (রহঃ) এর জন্ম তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে। ইমাম তিরমিজি (রহঃ) এর জন্মসাল হিসাবে ২০৯ হিজরী (৮২৪/৮২৫ খ্রিঃ) উল্লেখ পাওয়া যায়। তবে, আয যাহাবি বলেন, ইমাম তিরমিজি (রহঃ) ২১০ হিজরীর (৮২৫/৮২৬ খ্রিঃ) কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেন, ইমাম তিরমিজি (রহঃ) মক্কায় জন্মগ্রহণ করেন। আবার অনেকে বলেন, তিনি তিরমিজে জন্মগ্রহণ করেন (যেটি বর্তমানে উজবেকিস্তানের দক্ষিনে অবস্থিত)। প্রসিদ্ধ মত অনুযায়ী, তিনি ২০৯ হিজরীতে তিরমিজ শহরে জন্মগ্রহণ করেন। ইমাম তিরমিজি (রহঃ) শৈশবকাল নিজ জন্মভূমিতে কাটান। তবে, তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং প্রখর বুদ্ধিমান ছিলেন। ফলে কোন হাদিসের প্রতি একবার চোখ বুলালে তা আর পুনরায় দেখার প্রয়োজন পড়তো না। সবাই তাঁর প্রখর মেধা দেখে আশ্চর্য হয়ে যেতো।

শিক্ষাজীবনঃ-
শৈশবকালে প্রাথমিক শিক্ষা শেষ করে হাদিস শিক্ষা এবং হাদিস সংগ্রহে আত্মনিয়োগ করেন। ২০ বছর বয়সে তিনি হাদিস শিক্ষা শুরু করেন। তিনি মুসলিম জাহানের বিখ্যাত হাদিস শিক্ষাকেন্দ্রসমুহ বসরা, কুফা, ইরাক, খোরাসান, হিজাজে গমন করে হাদিস সংগ্রহ ও অধ্যয়ন করতেন। কোন কোন সময় ইমাম তিরমিজি (রহঃ) পরিবার পরিজন থেকে নিরুদ্দেশ থাকতেন।


ইমাম তিরমিজি (রহঃ) এর ওস্তাগনঃ-
ইমাম তিরমিজি (রহঃ) অনেক মুহাদ্দিস থেকে হাদিস গ্রহন করেন বা শিক্ষার্জন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ওস্তাদগন হলেনঃ-
• ইমাম বোখারী (রহঃ)
• আদ দারেমী
• আবু দাউদ
• মুসলিম বিন হাজ্জাজ
• ইসহাক ইবনে মুসা
• মাহমুদ ইবনে গাইলান
• সাঈদ ইবনে আব্দুর রহমান
• কুতাইবা ইবনে সাঈদ
• মুহাম্মদ ইবনে বাশশার আল-বসরি
• মুহাম্মদ ইবনে আল মুসান্না আল-বসরি

ইমাম তিরমিজি (রহঃ) এর ছাত্রগনঃ-
ইমাম তিরমিজি (রহঃ) খুব অল্প সময়ে হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হন। ইমাম তিরমিজি রহঃ ছিলেন ইলমে হাদীসের এক বিশাল সাগর। ইমাম তিরমিজি রহঃ এর পাণ্ডিত্য চতুর্দিকে ছড়িয়ে পড়লে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্ধানুরাগী ও জ্ঞানপিপাসু ছাত্রগন তার নিকট থেকে হাদিসের দরস নিতে থাকেন। উল্লেখযোগ্য কিছু ছাত্র হলো- আবু হামেদ আহমদ ইবনে আব্দুল্লাহ মারুফী, আহমদ ইবনে ইউসুফ নাসাফী (রহঃ), মুহাম্মদ ইবনে মাহমুদ সহ আরো অনেক।

ইমাম তিরমিজি রহ রচিত গ্রন্থসমূহঃ-
ইমাম তিরমিজি রহঃ অনেক গ্রন্থ প্রণয়ন করেন। তার মধ্যে উল্লেখ যোগ্য কিছু কিতাব হলোঃ
• আল-জামি আল-মুখতাসার মিন আস-সুনান আন-রাসুলিল্লাহ, (এটি জামে তিরমিজি নামে বেশ পরিচিত)
• আজ-জুহদ
• আল-ইলাল আস-সুগরা
• আল-ইলাল আল-কুবরা
• কিতাব আত-তারিখ

ইমাম তিরমিজি (রহঃ) এর ইন্তেকালঃ-
ইমাম তিরমিজি (রহঃ) ২৭৯ হিজরীর ১৩ ই রজব সোমবার রাতে ( ৮ অক্টোবর ৮৯২ খ্রিঃ, বোরবার রাতে) বুগে ইন্তেকাল করেন। তাঁকে বর্তমানে উজবেকিস্তানের তিরমিজ থেকে ৬০ কি.মি. উওরে শিরাবাদে দাফন করা হয়।

পঠিত : ৪৯২ বার

মন্তব্য: ০