Alapon

পার্বত্য চট্টগ্রাম সমস্যা কি লোক চক্ষুর অন্তরালেই থেকে যাবে???



♪পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী কি অযথাই ইউপিডিএফ নেতা কর্মীদের ধরে নিয়ে যায়?
♪কখনো কি শুনেছেন সাধারন পাহাড়িদের ধরে নিয়ে যেতে?

উত্তর হবে না।

কিন্তু পাহাড়ে অনেক গুলো বিদেশি মিশনারী ও এনজিও কাজ করে। এরা মূলতঃ বিভিন্ন সহায়তা ও ধর্ম প্রচারের নামে বিদেশিদের এজেন্ট হিসেবে কাজ করে। এরা অর্থ ও অশ্র সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে।
একটা তথ্য জানলে অবাক হবেন, পাহাড়ের এমন অনেক সংবাদ আছে যা ঢাকা থেকে কোন মিডিয়ায় প্রকাশের আগেই -দিল্লি, নিউইয়র্ক, লন্ডন থেকে প্রকাশিত হয়। যার অধিকাংশ মিথ্যা ও অপপ্রচার।

আপনারা জানেন যে, সেনাবাহিনীর মূল লক্ষ্য হলো পাহাড় থেকে সন্ত্রাসী নির্মুল করা, এতে সন্ত্রাসীদের মনঃক্ষুন্ন হবে স্বাভাবিক। তবে দিন শেষে সাধারণ পাহাড়ি ও বাঙালির নিরাপত্তা নিশ্চিত করা নিরাপত্তা কর্মীদের দায়িত্ব। সেনাবাহিনীর সদস্যরা ইউপিডিএফ(মূল) এর নেতা মিলন চাকমাকে হত্যা করেছে। মূলত এটা মিথ্যা অভিযোগ। আসলে যা ঘটেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিলন চাকমা ইউপিডিএফ(মূল) এর সন্ত্রাসী সদস্যকে সেনাবাহিনী ধরতে গেলে সে পাহাড় থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে এবং সে পড়ে গিয়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়।
আমি মনে করি সেনাবাহিনীর নামে অযথাই মিথ্যাচার করা কখনোই যুক্তিযোগ্য হতে পারে না।
আর এটাই করা হচ্ছে চাকমা সন্ত্রাসীদের বিভিন্ন ফেসবুক পেজ ও নিউজ পোর্টাল থেকে। সাথে সাথে বিভিন্ন বিদেশি মিডিয়া থেকে।

সরকারের উচিৎ পাহাড়ের বিষয়ে আরো সচেতন হওয়া। নতুবা নতুন সমস্যা বড় আকারে সামনে হাজির হবে।তখন কিছুই করার থাকবে না।

পঠিত : ৪০৩ বার

মন্তব্য: ০