Alapon

বিচার হীনতার অপর নাম বাংলাদেশ

একটা বিচার হীনতা হাজারও অপরাধের সৃষ্টি করে। শুধু মাত্র বাংলাদেশেই এ নজির লক্ষ করা যায়। কোন অপরাধী ধরা পড়লে প্রশাসনের কাছে তার প্রথম বাক্য থাকে আমি আমুক নেতার...।

বিল ক্লিন্টনের ভাই(পেসিডেন্ট রানিং অবস্থার ঘটনা), অভার স্পিডের কারণে একবার গ্রেফতার হলে উনি নিজের পরিচয় পেশ করেন। তখন পুলিশ বলেন, আপনি আদালতে চলুন। যা বলার সেখানে বলবেন। এটা যদি বাংলাদেশের কোন পুলিশ অফিসারের কাহিনী হতো তার কি চাকুরী থাকতো!

ব্রিটেনে কোন লিখিত আইন নাই। বাট এতো অপরাধ নাই।

তাই যথাযথ বিচারই পারে অপরাধ নিয়ন্ত্রণ করতে। ক্ষমতা ও আইনের অপব্যবহার করলে সমাজেনঅপরাধের মাত্রা বৃদ্ধির পাবে।
যার প্রকৃষ্ট উদাহরণ আজকের বাংলাদেশ...
শরিয়তপুরের হত্যা কান্ডের চিত্র

পঠিত : ৪১৯ বার

মন্তব্য: ০