Alapon

নিঃসঙ্গ নক্ষত্র

লেখক: সাদাত হোসাইন
প্রকাশনী : ভাষাচিত্র
পৃষ্ঠা: ২৭০
মূল্য: ৩২৯ টাকা


মধ্যবিত্ত বললে ভুল হবে! নিম্নমধ্যবিত্ত পরিবারের পিতৃহীন এক মেয়ে অনু। পরিবার বলতে তার মা সালমা বেগম,মেজো বোন তনু, সেজো বোন বেনু আর সবার ছোট ভাই অয়ন। ছোট দুই বোনের বিয়ে হয়ে গেলেও এখনও অনুর বিয়ে হয়নি। অনুর বাবা মারা যাবার পর বটবৃক্ষের মত পরিবারটাকে নিজের আঁচলের ছায়ায় আগলে রেখেছে অনু। টানাপোড়ানের মধ্যে চলতে থাকা সংসারে একদিন নেমে আসে অমাবস্যা, অয়নের হয়ে যায় মরণব্যাধি। ডাক্তাররা বলে সে আর বেশীদিন বাঁচবে না। অনুর হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ! অনু ভাবতে থাকে অয়ন কে কি তার আপনজনদের ভালোবাসা ধরে রাখতে পারবে ? নাকি মৃত্যু নামক বাজপাখিটা ছোঁ মেরে নিয়ে চলে যাবে?


হাজারো দু:খ আর কর্মব্যস্ততার মাঝে এভাবেই চলতে থাকে অনুর জীবন! ঠোঁটের কোনে মাঝে মাঝে কিঞ্চিৎ হাসি দেখা গেলেও নির্মম বাস্তবতা নিমেষেই তা মলিন করে দেয়। পুরুষদের এখন সে ভরসা করতে পারে না, যা পারে সেটা হল অবিশ্বাস! কিন্ত অনুর প্রতি হাসানের নিখাদ আগ্রহ তার সেই অবিশ্বাসকে চূর্ণ করে আবার তার প্রচ্ছন্ন ভালোবাসাকে মূহুর্তেই প্রকট করে দেয়। শেষ পর্যন্ত কি হয়? তাদের মধ্যে একে অপরকে পাওয়ার যে তীব্র আকাঙ্খা সেটা আমৃত্যু থাকে নাকি কর্পূরের মত নিমেষেই উড়ে যায়? (আর বলা যাবে না, বাকিটুকু নিজে পড়ে নিতে হবে  wink wink


সাদাত হোসাইন, প্রেম,দু:খ-দারিদ্র্য,রাজনীতির হালকা আভাস মিশিয়ে সৃষ্টি করেছেন -"নি:সঙ্গ নক্ষত্র"। উনার কলমের প্রতিটা আচড় পাঠকের মনে দাগ কেটে যায়। আমি জোর গলায় বলতে পারি, হাজার মানুষের ভিড়েও একজন মানুষ কিভাবে একলা হয়ে যায় সেটার যে অসাধারন বর্ননা তিনি দিয়েছেন তা পড়ে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। এই শুভাকাঙ্ক্ষীর পক্ষ হতে শুভকামনা রইলো "সাদাত ভাই"।  smile

পঠিত : ৮১০ বার

মন্তব্য: ০