Alapon

ইচ্ছে করে

ইচ্ছে করে
সাগর নদী আকাশের নীলে
হারিয়ে যায়
বন বাদড় আর মাঠের ঝিলে

এসো বন্ধু আড্ডা দেই
তুই আর আমি মিলে
কত যে ঘুরেছি
শত স্মৃতি গেছিস কি সব ভুলে

ইচ্ছে করে
অড্ডা দেয় সব ব্যস্ততা ছেড়ে
সেই আগের মতো
মেতে উঠি কাজ গুলো সব ছুড়ে

ইচ্ছে করে
আবার ফিরি সেই ছোট্ট কালে
মা জননী
ভাত মেখে তুলে দিতো গালে

খুব মিস করি
ইচ্ছে গুলোকে
মিস করি বন্ধু
তোদের সব্বাইকে।

Repost

পঠিত : ৪৬১ বার

মন্তব্য: ০