Alapon

মৃত্যু নিয়ে ভাবনা

মৃত্যু এই বাস্তব সত্য নিয়ে কখনো কি ভাবা হয়েছে আপনার আমার?? অন্তরের গভীর থেকে বুজার চেষ্টা করুন তো,! এই মৃত্যু আমার আর আপনার জন্য কি অপেক্ষা করছে না?? এই মৃত্যু কোনো সংখ্যা বুজে না,বয়স বুজে না,গায়ের রঙ বুজে না,ধনী গরিব বুজে না। জাত ধর্ম বুজে না। বুজে না যে আপনি পৃথীর কোন প্রন্ত থেকে এসেছেন! মৃত্যু এটাও বুজে না,আপনি কোন বংশের লোক, বা আপনি কত বড় ক্ষমতাশালী ব্যাক্তি! সে শুধু বুজে আল্লাহর আদেশ।
আপনি আল্লাহর আদেশ মেবে আসলে আপিনাকে মুক্ত করে দিবে। আর না হয়,কবর নিজেকে সংকুচিত করে আপনাকে শাস্তি দিবে। কবর এমন চাপ দিবে,এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে পড়বে।

মৃত্যু নিয়ে যদি আপনার ভাবনা না থাকে,তবে আজ থেকে মৃত্যুকে নিয়ে ভাবতে শিখুন।
মৃত্যুর পর আপনার সাথে কি ঘটবে তা নিয়েই ভাবতে থাকুন।
দুনিয়া,! এতো খনিকের মোহ মাত্র,! চোখ বুজে দেখুন,কিছুই নেই!
সব কিছুই দেখবেন মিথ্যা,পুঁজি বলতে শুধু আল্লাহর ভয়ে যে আমল টুকু করেছেন,তাই সম্বল হবে সেদিন।

সুতরাং,,! অহংকার,অর্থকরি ধন সম্পদের প্রাচুর্য নিয়ে প্রতিযোগিতা থেকে নিজেকে বিরত রেখে পরকালের পুঁজি যোগাতে এখনি ফিরে আসুন,,!!

প্রভু আপনার ডাকের অপেক্ষায় আছে, সর্বক্ষণ।

ফিরে আসুন কল্যাণের পথে,
সাড়া দিন প্রভুর আহ্বানে।

✍️সালমান হায়দার খন্দকার

পঠিত : ৫৭৮ বার

মন্তব্য: ০