Alapon

সদকায়ে জারিয়া



সদকায়ে জারিয়া সম্পর্কে এখন পর্যন্ত জীবনে যতোগুলা আলোচনা শুনেছি, সব গুলাতেই আলেমরা টিউবওয়েল, গাছ, মসজিদ এগুলার কথা বলেন। কখনও মানুষদের আর্থিক উন্নতিতে ভূমিকা রাখাকে সদকায়ে জারিয়া বলা হয়না কেন?
বরঞ্চ আপনি একজন মানুষকে যদি সাবলম্বী করে দিতে পারেন তাহলে সে যদি, আল্লাহর অনুগত বান্দা হয়ে বাকি জীবন পরিচালনা করে এবং আপনার দেয়া এই অর্থ থেকে পরবর্তী প্রজন্মকে দ্বীনি শিক্ষা দেয়, তাহলে এভাবে যত প্রজন্ম এই সাবালম্বিতার ফল ভোগ করবে তত প্রজন্ম পর্যন্ত আপনার আমলনামায় নেকি যোগ হতে থাকবে ইনশাআল্লাহ।
একি ভাবে কোনো অসচ্ছল ছাত্রকে যদি আপনি পড়াশোনা করানোর ব্যবস্থা করে দেন এবং সে একজন ভালো মানুষ হয়। তাহলে তার পরবর্তী যতো প্রজন্ম এই পড়াশোনার ফল ভোগ করবে এবং ভালো কাজ করবে তাদের ভালো কাজের নেকির একটা অংশ আপনার আমলনামায় লিখা হবে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকার সম্ভাবনাও রয়েছে।
তাই আমাদের উচিত হবে দীর্ঘ মেয়াদি স্থায়ী কাজ গুলো করা তাহলে সমাজ যেমন উন্নত হবে আমাদের আমলও তত উন্নত হবে।
পৃথিবীতে দীর্ঘ মেয়াদি এবং স্থায়ী কোনো কাজ থাকলে সেটা জাতীকে শিক্ষিত করার মধ্যেই রয়েছে।
অন্যকোনো কাজের মাধ্যমে আপনি এত দীর্ঘ মেয়াদি ফল পাবেন না.....

আ জ ম ওবায়দুল্লাহ

পঠিত : ৫২৫ বার

মন্তব্য: ১

২০২৩-১২-১৩ ১৬:৩২

User
Md. Abdul Ohab Babul

চমৎকার উপস্থাপন

submit