এরা তোমারে বদলে দিসে৷
তারিখঃ ১২ এপ্রিল, ২০২২, ২৩:৫২
এরা তোমারে বদলে দিসে সত্যিই৷ তোমার রাস্তায় ছিলো না কলকারখানার বিষাক্ত কালো ধোঁয়া৷ তোমার রাস্তায় ছিলো না মানুষের মরণ চিৎকার৷ কিংবা ডাকপিয়নের অভিমান৷ যে দুঃখের আগুনে জ্বলছে এই মন সেই আগুন জ্বালিয়েছে কে? অবাক অঢেল দুইচোঁখের আকাশ ভর্তি স্বপ্ন ছিনিয়ে নিলো কোনো দানবীয় বিকাল?
আমার একটা চঞ্চল সকাল ছিলো ভরদুপুরে মাটির সাথে মিশে ঘাসের উপর শুয়ে আকাশ দেখা স্বর্গীয় বিকেল৷ আজ নরকে কেন বদল করে নিলো? আমার সময় হচ্ছে দৌড়াচ্ছে অধিকারের পাল্লাযুক্ত ভারী শিকল বন্দি উন্মাদ উশৃংখল দূরপাল্লার গাড়ি৷ গাড়ির চাকায় মিশে আছে রক্ত যে রক্তে মিশে আছে একটা তরতাজা তরুণের স্বপ্ন৷
সব স্বপ্ন ঘিরে রেখেছে শরীরের আড়মোড়া ভেঙ্গে যাওয়া সেতুর টুকরো টুকরো মাল পত্র৷ আমি দুইহাত দিয়ে মেরামত করার চেষ্টায় হারিয়ে যাই ভাবনায় নতুন অদেখা রাতে৷ আমার সাহস হয়না ফিরে আসার এরা আমারে সত্যিই বদলাইয়া দিসে.......
মন্তব্য: ০