Alapon

কথা শেষ হয়নি এখনো আমার৷

একি সময় দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি নিজেকে খুব বেশী চিন্তিত নিয়ে দাড়িয়ে আছে জনশূন্য দুটি আলাদা মানুষের স্টেশনে৷ প্রথম ব্যক্তি ডাক্তারের কাছে শেষ বারের মতো এসেছে জানতে এইভাবে কতদিন আর চলবে পৃথিবীর চাঁকা?আমি কি এসেছি নির্ঘুম রাত কাটিয়ে দেওয়ার দলে থেকে সুপুরুষ মিশুক হয়ে বেঁচে থাকতে নক্ষত্রের জমিনে। নির্ভরতার আশ্বাস বিশ্বাস খেলা এইসব আমারে ঘুমাতে দেয় না ডাক্তার বাবু আমি দেখে চমকে যাই।

মাঝে মধ্যে মৃত্যু মানুষের কথা চিন্তা করি৷ আত্মা দেখি অস্পৃশ্য ঝাপসা দেখলে মনে হবে সামনে মনে হয় কেউ সাদা রক্ত ঢেলে দিয়েছে ভাবনার৷ যে মূহুর্তে সমুদ্রের কাপ্তান জাহাজ বাঁচায়। দরিয়ার পানি যখন জীবন বাঁচানো পানি জীবন নেওয়ার কারণ হয়ে যায় ঠিক তখন সেই মূহুর্তে কাপ্তান বুঝে নেয় উম্মাদ হাহাকার করা মানুষ গুলি এইসব কখনো কল্পনা করতে চায় না৷

মানুষ কত ভালো হয় প্রশ্নটা ঠিক উল্টো করে বলা উচিত মানুষ কতটা খারাপ হয়? ভালো জানার আগে খারাপ জানা উচিত মানুষের৷ ডাক্তার বাবু আমার দুই হাত আসহায় হয়ে জোড় প্রার্থনা করে। আমার পবিত্র শব্দ স্রস্টার কাছে মিনতি করে। আমাকে আগাম দুঃখপ্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। ঐ পাখিটার জন্য যে উড়তে উড়তে একদিন হারিয়ে যাবে পৃথিবীর গর্তে ছাঁইপাস হয়ে মিশে যাবে বালুতে মাটিতে।

খরগোশের মতো নিষ্পাপ সুন্দর পৃথিবীর এতে কিচ্ছু যায় আসে না। তবে আকাশ থেকে তাঁরা ঝড়ে পড়ে গেলে পুরো পৃথিবীর সমস্যা হবে দুঃখ হবে চাঁদ ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে রাত আর দিনের মধ্যে পার্থক্য কমে যেতে থাকবে। মাত্র ছয়ঘণ্টা পরপর একেকটি নতুন দিনের সূচনা হবে অর্থাৎ তিনঘণ্টা থাকবে দিন আর বাকি তিনঘণ্টা হয়ে যাবে রাত। এতে বিরাট লস হয়ে যাবে পৃথিবী।। ডাক্তার বাবু কথা শেষ হয়নি এখনো আমার..........৷

#চলবে

কথা শেষ হয়নি এখনো আমার(১)

পঠিত : ৩৫৬ বার

মন্তব্য: ০