Alapon

মোবাইলের সুন্দর কিছু ওয়াল পেপার

মোবাইল এমন একটা বিষয় হয়ে দাড়িছে যে, আমরা সব সময় ব্রাউজ করেই যায়। কাজ না থাকলে গেম ফেসবুকিং ইত্যাদি। মাঝে মাঝে কোন নতুন কিছু মুখস্থ করার প্রয়োজন পড়লে মোবাইলের স্কিনে রেখে দেই। কারণ ঐ জিনিসের উপর বেশি বেশি চোখ পড়বে আর এতে সহজেই মুখস্ত হয়ে যাবে।

চোখ এমন একটা অঙ্গ যা দেখে, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো অথবা যেটা সবচেয়ে খারাপ সেটা মনে রাখে বেশি। সহজ করে বলতে গেলে হৃদয়ে সেভ করে রাখে। তাই আমাদের উচিৎ সবসময় ভালো কিছু দেখা। এতে করে ভালো জিনিসটা হৃদয়ে স্থান করে নেবে।

সেই প্রেক্ষিতে মোবাইলের ওয়ালে ভালোকিছু ছবি রাখতে পারেন। যা আপনার হৃদয়কে নাড়া দিতেপারে। খুলে দিতে পারে আপনার চিন্তার জগতকে।

তাই আমার ভালো লাগা কিছু ছবি শেয়ার করলাম ভালো লাগলে আপনিও আপনার মোবাইলের ওয়াল পেপার হিসেবে ব্যবহার করতে পারেন।

সমস্ত ছবি অনলাইন থেকে সংগৃহীত।

পঠিত : ২৭৪৬ বার

মন্তব্য: ০