Alapon

বৃত্ত

মানুষ অদ্ভুত একটা প্রাণী
নির্দিষ্ট একটা বৃত্তে যার বিচরণ
ভালো মন্দ ন্যয় অন্যয়
সুখ দুঃখ একে অপরের
প্রাধান্য বিস্তারে ব্যস্ত সারাক্ষণ

যদি ন্যয় দূর্বল চিত্তের হয়
অন্যয় বিশাল শক্তি প্রদর্শনে
কারপন্য করেনা কোনদিন

আবার কখন যদি ন্যয় বাঁধা বিপত্তি
ছিন্ন করে দাড়িয়ে যায় মহাসমরহে
অপশক্তি পালনোর পথ খোজে

এ সংসারে অমঙ্গল ধ্বংস লীলা
ভাবায় প্রতিক্ষণ সারাবেলা তবুও
ভাবুক সমাজ নির্বিক ভেবেই চলেছে
সমাধান আসেনি এই ক্ষণ

অসত্যের এ বৃত্ত ভেঙ্গে ফেলো
এসমাজে সত্যের সোনালী সূর্য
আগমনের প্রত্যাশায় প্রহার গুনে
চলেছে দিন রাত একারকার করে

ভেঙ্গে ফেলো এ সমাজের দূর্বল বৃত্ত
দীপ্ত সূর্য প্রহর গুনছে হয়ে ক্ষিপ্ত

পঠিত : ৫৩০ বার

মন্তব্য: ০