Alapon

ছোট ছোট আমল যার ফজিলত অনেকদৈনন্দিনের ছোট ৪টি আমল

♦আমলঃ- ১
প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুণঃ-

"উচ্চারনঃ-আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু'

◑ফজিলতঃ-
"যে ব্যাক্তি ওযু করার পড় কালিমায়ে শাহাদাত পাঠ করবে ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে:

♦আমলঃ-০২
প্রত্যেক ফরজ নামাজ শেষে "আয়াতুল কুরসি' পাঠ করুণঃ-

◑ফজিলতঃ-
"এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে
পারবেন;

♦আমলঃ-০৩
প্রত্যেক ফরজ নামাজ শেষেঃ-

✔৩৩ বার সুবহানাল্লাহ,
✔৩৩ বার আলহামদুলিল্লাহ্,
✔৩৪ বার আল্লাহু আকবার

এবং ১বার এই দোয়াটি পড়া লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর:

♦আমলঃ-০৪
প্রতিরাতে সূরা মুলক পাঠ করুণ এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

ফুটনোটঃ-
১)সহিহ মুসলিম, হাদিস নং-২৩৪
২)সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২
৩)সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮
৪)সহিহ তারগিব,
হাকিম ৩৮৩৯,

"তাই আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ন আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি, নিজেও আমল করি, অপর একজন ভাইকেও আমলগুলো চর্চা করার জন্য তাগিদ দেই:

আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।

আমিন!!!

কপিপোষ্ট

পঠিত : ৩০ বার

ads

মন্তব্য: ০