তেলের খোনি এখন দেশেই
তারিখঃ ১৫ মে, ২০২২, ১১:৩৮
আর নয় আমেরিকা, আর নয় রাশিয়া কিম্বা মালায়েশিয়া। এখন থেকে বাংলাদেশেই পাওয়া যাচ্ছে সয়াবিন তেলের খনি। তাই এখন আর কোন টেনশান নাই। আর প্রয়োজন হবে না এটা বলারঃ
তেলের বদলে পানি খান,
তেলের চাপ কমান।
এর আগে যেমন বলাহতোঃ
ভাতের বদলে আলু খান,
ভাতের চাপ কমান।
বেগুনের বদলে মিষ্টি কুমড়া খান,
মিষ্টি কুমড়ার চাপ কমান।
এখন প্রতিনিয়ত অভিজান চলছে, আর সয়াবিন তেলের মজুদ পাওয়া যাচ্ছে। এগুলো আমাদের তেলের খোনি এক একটা...
যখন, এই সস্তা ডায়ালগ দিয়েছিলেন তখন আপনাদের মনে থাকেনা যে এগুলো সিন্ডিকেটের কারনে দাম বাড়ে?
তবে আপনারা দ্বায়িত্বজ্ঞানহীন বক্তব্য কেনোদেন!
আপনাদের কারণেইতো এই সব জিনিসের দাম বাড়ে।
দেশের দ্বায়িত্বশীল ব্যক্তিবর্গ যদি দায়িত্ব জ্ঞানহীন কথা বলে তবেতো দেশের অবস্থা এমন হবেই। আমাদের দেশে স্টক থাকার পরেও কেনো জিনিসের দাম বাড়ে?
হ্যাঁ, যদি কোন জিনিস বিশ্ব বাজার থেকে বেশি দামে কেনা পড়ে তবে তখন তার দাম বাড়তে পারে। আগেই কেনো দাম বাড়বে?
তাহলে এই আইন আদালত ও প্রশাসনের কি দরকার ছিলো। কি দরকার ছিলো সুশৃঙ্খল সরকার ব্যবস্থার?
আসুন আমরা আইনের প্রতিশ্রদ্ধাশীল হয়।
দ্বায়িত্বজ্ঞানহীন কথা-বার্তা পরিহারকরি।
আইন সকলের জন্য সমান, এটা কার্যকর হোক।
তবেই দেশে শান্তি আসবে, তখন বলা লাগবে না বেগুনীর পরিবর্তে কুমড়ানী খান।
শুভবুদ্ধির উদয়হোক।
এই কামনায়...
মন্তব্য: ০