Alapon

হেদায়াত

হেদায়াত
লেখক : সাইয়েদ আবুল আ’লা মওদূদী (রহঃ)
অনুবাদ : মুহাম্মদ আব্দুর রহীম
প্রকাশক : আধুনিক প্রকাশনী,ঢাকা।
২৬ তম প্রকাশ : সেপ্টেম্বর ২০০৮ ঈসায়ী
মূল্য : ১৭ টাকা মাত্র।
রিভিউ লেখক : জাহেদুল ইসলাম


“ভবিষ্যতে আমি যখন সুযোগ পাবো আপনাদেরকে একথাই স্মরণ করিয়ে দিব ইনশা আল্লাহ।”

৪দিন ব্যাপী একটি সম্মেলনের শেষ অধিবেশনে লেখক এভাবে নেতা কর্মীদের উদ্দেশ্যে আলোচনা শুরু করেন।

বইটিতে মোট ১৬টি পয়েন্ট রয়েছে; যার ৮টি পয়েন্ট সকল মুসলমানদের জন্য, বাকী ৮টি পয়েনট যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের জন্য প্রযোজ্য ।

বইয়ের যেসব পয়েন্ট গুলো ইসলামী আন্দোলনের জনশক্তিসহ সকল মুসলমানদের জন্য প্রযোজ্য তা হলো-

• আল্লাহ তাআলার সাথে সম্পর্ক।
• আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের অর্থ।
• সম্পর্ক বৃদ্ধির উপায়।
• সম্পর্ক বৃদ্ধির উপকরণ।
• সম্পর্ক যাচাই করার উপায়।
• আখিরাতকে অগ্রাধিকার দান।
• আখিরাতের চিন্তা লালন।
• নিজেদের ঘর সামলানো।

আর যে সব পয়েন্ট ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত লোকদের প্রয়োজন, তা হলো--

 নিজেদের অহমিকা ত্যাগ করা।
 ট্রেনিং সেন্টারের উপকারিতা।
 পারস্পরিক সংশোধনের সঠিক পন্থা।
 পারস্পরিক সমালোচনার সঠিক পন্থা।
 আনুগত্য ও নিয়ম শৃঙ্খলা সংরক্ষণ।
 নেতৃবৃন্দের প্রতি উপদেশ।
 মহিলাদের প্রতি উপদেশ।
 বিরোধিতা।

ইসলাম ও ইসলামী আন্দোলনের পথে বাধা আসাটা নতুন কোন বিষয় নয়। সবযুগে সঠিক ইসলামী আন্দোলনের প্রতি বাধা ছিল। নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই বিরোধিতার বাইরে ছিল না। তখন বিরোধিতা ছিল দুটি পক্ষ থেকে। একটি পক্ষ অমুসলিম তথা তাগুত শক্তি, অন্যটি হচ্ছে মুসলমানের খোলসে আবৃত মুনাফিক শক্তি। দুই শক্তিই ইসলামকে নিশ্চিহ্ন করার অপচেষ্টায় লিপ্ত ছিল। বইয়ের লেখক যখন এই বক্তৃতা দিচ্ছিল তখনও এই বিরোধিতা অব্যাহত ছিল। আর সে বিরোধিতার জবাব কী হবে তা নিয়ে লেখক এখানে যুক্তিপূর্ণ মতামত তুলে ধরে এর পাঁচটি করণীয় তুলে ধরে আলোচনা শেষ করেন।

 এই বইটি পড়ে একজন পাঠক কয়েকটি বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।যথা—

 আল্লাহর সাথে বান্দার কেমন সম্পর্ক হওয়া উচিত এবং করণীয়।

 যে নেতা বা দায়িত্বশীল কর্মীদেরকে এমন উপদেশ দিতে পারেন তিনি কোন পর্যায়ের নেতা তা নিয়ে পাঠককে ভাবতে অনুপ্রেরণা যোগাবে।

 যে দলের নেতা-কর্মীরা এভাবে ঈমান ও তাকওয়ার উপর ভিত্তি করে গড়ে উঠে এবং পরিচালিত হয় সেই দল নিয়ে ভাবতেও এই বইয়ের পাঠককে সহযোগিতা করবে।


 সর্বশেষ এ বইয়ের যে বিষয়টি আমাকে মুগ্ধ করেছে তা হলো - নেতৃত্ব। একজন নেতা কেমন হলে তাঁর নেতা-কর্মীদেরকে এই সূরে উপদেশ দিতে পারেন – তা সত্যি অবাক করার মতো বিষয়।

প্রিয় পাঠক, বইটি আপনিও পড়ুন, ভাবুন এবং অন্যদের পড়তে উৎসাহিত করুন।

পঠিত : ৬৪৩ বার

মন্তব্য: ০