Alapon

আরবজাহান ভারতের বিরুদ্ধে কার্যকরি প্রতিবাদের পন্থা দেখিয়ে দিল...



নরেন্দ্র মোদির গত ৮ বছরের শাসনে এবারই প্রথমবার তারা ইসলাম ও মুসলিম ইস্যুতে এতোটা বাধাপ্রাপ্ত হলো! নরেন্দ্র মোদি সরকার যখন সিএএ ও এনআরসি আইন করে ভারত থেকে মুসলমানদের হিন্দুস্তান থেকে বের করে দেওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল, তখন মুসলিম বিশ্ব থেকে তেমন একটা প্রতিবাদ হয়নি। যার দরুন আজ বিজিপি সরাসরি ইসলাম, ইসলামের নবি সা., উম্মুল মুমিনিনদের আক্রমণ করতে শুরু করেছে৷

আর বিজিপি যখনই আল্লাহর রাসূল এবং উম্মুল মুমিনিনকে আক্রমণ করেছে, আরব জাহান সঙ্গে সঙ্গে গর্জে উঠেছে। আল্লাহর রাসূলকে কটূক্তি করার অপরাধে ভারতের বিরুদ্ধে কাতার, কুয়েত, সৌদি আরব, ইরানসহ প্রায় সব আরব রাষ্ট্র অভিন্ন অবস্থান নিয়েছে। সর্বশেষ কবে আরব জাহানকে অভিন্ন অবস্থান নিতে দেখেছি, তা ঠিক স্মরণ করতে পারছি না। যাইহোক, আরব জাহান যে শক্ত অবস্থান নিয়েছে, সেজন্য তাদের অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই৷

সেই সাথে আরব জাহান আমাদের দেখিয়ে দিয়েছে, কীভাবে বেয়াদবদের শায়েস্তা করতে হয়। ভারতে যখন আল্লাহর রাসূলকে কটূক্তি করা হয়, তখন ভারতের উপরাষ্ট্রপতি কাতারে রাষ্ট্রীয় সফরে ছিলেন৷ রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ভারতের উপরাষ্ট্রপতির কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু সাক্ষাতের ঠিক পূর্ব মুহূর্তে কাতারের আমিরের প্রতিনিধি ভারতের উপরাষ্ট্রপতির সাথে দেখা করে আল্লাহর রাসূলকে কটূক্তি করার ব্যাপারে হুঁশিয়ারি করে এবং ভারতকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে বলে৷ একইসাথে কাতারের আমির ভারতের উপরাষ্ট্রপতির সাথে নির্ধারিত সাক্ষাৎ বাতিল করে দেন৷

মূলত, এই ঘটনার পরপরই আরব জাহানে আল্লাহর রাসূলকে কটূক্তি করার বিষয়টি ছড়িয়ে পড়ে। সংবাদটি ছড়িয়ে পড়ার সাথে সাথে আরব জাহানের সাধারণ মানুষেরা ভারতের পন্য বয়কট করতে শুরু করে।

কথায় আছে ঢেলার নাম বাবাজি! যখনই কাতারের আমির পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করে দিলেন এবং সাধারণ মানুষ ভারতের পন্য বয়কট করতে শুরু করল, তখনই ভারত সরকার বিজিপি মুখমাত্র নুপুর শর্মা ও নভীন কুমারকে বহিষ্কার করে। আরব জাহানের এমন স্মার্ট প্রতিবাদ আমাদের জন্য শিক্ষাস্বরূপ।

আমরা বাংলা মুলুকে সমস্ত প্রতিবাদ মিছিল সর্বস্ব করে ফেলেছি। প্রতিবাদ শুধু মিছিলের মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক প্রতিবাদ অনেক বেশি কার্যকর! আর সে কারণে আমাদের ভারতের প্রতি নির্ভরশীলতা কমাতে হবে, এবং ভারতীয় পন্যের বিকল্প ব্যবস্থা রাখতে হবে।

পঠিত : ৩৬০ বার

মন্তব্য: ০