Alapon

কত ঘটনা অন্তরালেঃ সিলেটের বন্যার একটা মর্মান্তিক ঘটনা

সিলেটের বন্যায় নিভে গেলো একই পরিবারের ৭ জনের জীবনপ্রদীপ।

প্রথমে তারা বুঝতেও পারেন নি পানি এত বাড়বে।
হাটু সমান ছিলো পানি। রাত যতই গভীর হচ্ছিলো পানিও বাড়ছিলো। সবকিছু গুছিয়ে তারা খাটের উপর বসে ছিলেন। কিছুক্ষনের মধ্যেই খাট পানিতে তলিয়ে যায়। অন্যরুমের খাট এনে ডুবে থাকা খাটের উপর রাখা হয় এবং তারা দ্বিতীয় খাটের উপর অবস্থান করেন। এর প্রায় ঘন্টাখানেকের মধ্যে দ্বিতীয় খাটটিতেও পানি উঠে যায়। এবার তারা চেয়ার, ট্রাংক, চালের ড্রামের উপর কোনরকম বসে থাকেন। শেষরাতের দিকে তাও পানিতে তলিয়ে যায়। একবারের জন্যও তারা ভাবেন নি ঘর থেকে বের হতে হবে।
.
যখন দরজা দিয়ে বের হতে যাবেন তখন দেখতে পান ঘরের চাল তাদের মাথা ছুঁই ছুঁই করছে। কোনভাবেই বের হওয়া সম্ভব না। ছোট ছোট ছেলেমেয়েগুলোকে
কোনরকম বাহিরে পাঠাতে পারলেও হয়তো তারা বেঁচে যেতো। কিন্তু তাও সম্ভব হয়নি। অবশেষে এক পরিবারের সাতজন একসাথে মৃত্যুবরণ করেন।
.
কি মর্মান্তিক! তাদের লাশও কেউ খুজে পায়নি। আজ সকালে পানির বেগ কিছুটা কমে এলে লাশগুলোকে উদ্ধার করে কর্মীরা। এবং তাদের ঘরের পজিশন দেখে এমনটাই ধারনা করা হয়।
এতো মাত্র একটা ঘটনা, একটা পরিবার।
আরো হয়তো অনেক রয়েই গেল...
আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দিন।
(আমিন ইয়া রাব্বি)

সংগৃহীত

পঠিত : ৯৮ বার

ads

মন্তব্য: ০