Alapon

ট্রল নিয়ে আমার চিন্তা-ভাবনা

কেন্দ্রীয় জামে মসজিদে সালাতুল মাগরিব আদায় করলাম। বের হয়ে চায়ের দোকানের সামনে এসে এক কাপ চা নিয়ে বসে বসে পান করছিলাম। সাথে মাগরিবের পরের সুন্দর আবহাওয়া উপভোগ করছিলাম। এর মধ্যেই পদ্মা সেতুতে প্রথম সিজদা করা, প্রাকৃতিক কাজ সারা,দ্বিতীয় ব্যক্তি হিসেবে গাড়ি নিয়ে যাওয়া, টোল দেওয়া, হেঁটে যাওয়া, লাফ দিয়ে যাওয়া এবং হামাগুড়ি দিয়ে যাওয়া ইত্যাদি বিষয়ে কথা বলা শুরু করলেন এক ভদ্রলোক বাকিদেরকে উদ্দেশ্য করে, আমি মনোযোগ দিয়ে অন্যমনস্ক হয়ে কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম সারাদিনে ফেসবুকের নিউজফিডের কথা, তার কথার সাথে নিউজফিডের তথ্যের অনেকটা মিল আছে। তার সাথে আমারও এ বিষয়ে কিছু বলতে ইচ্ছে হলো কিন্তু বিবেকে বাধলো বয়সে তিনি অনেক বড় হওয়ার কারণে, যাই হোক আসল কথায় আসা যাক, যেই ব্যক্তিই উল্লেখিত ইতিহাস করুক না কেন? গড়ুক না কেন? আমি ব্যক্তিগতভাবে তা নিজ চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না, এগুলো প্রচার করবো না।কারণ, ফটোশপ এপ্লিকেশন সম্পর্কে যার নূন্যতম ধারণা আছে, সে জানে ফটোশপ দিয়ে কত কি করা যায়!
সাবধান! আপনার প্রোপাগান্ডা, মিথ্যাচার ও ট্রলের মাধ্যমে যেন কাউকে ক্ষতির স্বীকার হতে না হয়।
আমার মনে হয়, একটা ট্রল কমিটি আছে যাদের কাজ বিভিন্ন উপায়ে ট্রল করার পরিকল্পনা করা, ট্রল করার উপাদান তৈরি করা, আর সেই উপাদান এ জাতির ফেসবুকে চাকরিরত প্রতিনিধিদের মাঝে ছেড়ে দেওয়ার। আর সেই প্রতিনিধিদের কাজ প্রতিনিধিত্বের সর্বোচ্চ নজরানা দেখানো।

পঠিত : ৩২২ বার

মন্তব্য: ০