আপনি জানেন কি?
তারিখঃ ৩০ জুন, ২০২২, ১৮:৪৯
একজন নবাগত তালিবে ইলম অথবা নবাগত দ্বীনে ফেরা ব্যক্তি সহ সচেতন যেকোনো ব্যক্তিই একজন দ্বীনের দাঈকে যেভাবে ফলো করেন।
সে নিম্নের বিষয় গুলো জাজ করতে পারে....
একজন দ্বীনের দাঈ হয়েও আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি পোস্ট করছেন?কোন বিষয় গুলো শেয়ার করছেন? কোথায়, কোন ছবিতে, কি ধরনের পোস্টে, কোন রিয়েক্ট, কী ধরনের কমেন্ট করছেন? আপনার ফ্রেন্ড লিস্টে কারা? তাদের লাইক, কমেন্ট কেমন? তাঁরা আপনার মাহরাম না নন মাহরাম এগুলো আপনার ফ্যান ফলোয়ার জাজ করে, বিচার বিশ্লেষণ করে! আপনার কাছে কিছু শেখার আগে, আপনার কাছে কিছু জানার আগে, আপনাকে বিশ্বস্ত করে নেওয়ার আগে, আপনাকে যাচাই করে। আপনার কথা কাজে, লেখা ও বাস্তবে মিল খুঁজে বেড়ায়। আপনার চিন্তার বাইরেও তাঁরা আপনাকে নিয়ে আরও চিন্তা করে থাকে।
পৃথিবীতে ইসলাম কবুলের ইতিহাস এরকমই। আচর-আচরণ, আমল-আখলাক, ব্যবহারিক জীবন যাচাই-বাছাই করেই অধিকাংশ ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন৷ পৃথিবীর ইতিহাসে যারাই ইসলামের রঙে নিজেকে রাঙিয়েছেন, তাদের হাতেই অনেকে ইসলাম গ্রহণ করেছেন।
আমি নিজের ভাষায় লেখার চেষ্টা করেছি। আপনি সিরাতে রাসূলের ভাষায় বোঝার চেষ্টা করুন।

মন্তব্য: ০