Alapon

হায় ! আমি যদি মাটি হতাম............



কখনো কখনো গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়! কিন্তু পারি না........।।আমাদের কাঁদতে বারণ। সুখের প্রকাশ কিংবা দুঃখের প্রমাণ, ভালোলাগার ও ভালোবাসার স্পষ্ট সরল স্বীকৃতি দেয়াটাও বারণ। সবই বারণ! আমার জন্য। আমার মতো মানুষগুলোর জন্যে..

আমার মনে কী এক অদৃশ্য কলকাঠি নাড়াচাড়া হচ্ছে, কখনো হারিয়ে যেতে ইচ্ছে হয়। কখনো মরে যেতে চিন্তে জগত উস্কানি দেয়, কখনো হাজার বছর বেঁচে থাকারও স্বপ্ন জাগে।

তবে কিছুতেই আমার সাধনা নেই। না ভালো করে বেঁচে থাকার, না ত্যাক্ত হয়ে মরে যাবার.....

অসংখ্য সব স্বপ্নের আনাগোনা মগজের ভাঁজে ভাঁজে! অথচ কিছুকেই জয় করার কোনো প্রচেষ্টা নেই এই আমি এবং আমার ভেতর!

কখনো কখনো রোগের তীব্রতায় মনে হয় এই বুঝি জীবনের শেষ সময়। নাহ্! আবারও ফিরে আসি! জীবনের দরোজায় ফিরি। জীবনের জানালা দিয়ে বিষাদমাখা বিষাক্ত জীবন দেখি! দেখতে হয় যে....

মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যদি আত্মহত্যাকে সাওয়াবের বিষয় হিসেবে রাখতো ,তাহলে হয়তো আমি এই ক্ষুদ্র জীবনে শতো-সহস্র- নিযুতবার এই কাজটা করতাম। সাওয়াব বাদ, সাওয়াব না দিয়ে যদি স্রেফ পাপ হিসেবে একে গণ্য না করতো তাহলেও করতাম। একবার না, দুই বার না। বেহিসেবেই এই কাজটা করতাম। কারণ, বিষাদমাখা বিষাক্ত জীবন দেখতে আর ভালো লাগে না যে.........

ভয়ালযুদ্ধ জীবনের বাঁকেবাঁকে। নিজের নাফসের সাথে যুদ্ধ। আত্মা, মন ও মগজের সাথে যুদ্ধ। এই যুদ্ধে আমি বারংবার হেরে যাই। বাহ্যিকভাবে যুদ্ধের বীর সেনাপতির যেই মুখোশে দেখা যায় আমাকে -আমার সেই মুখোশ বারবার আলগা হয়ে যায়। স্বরূপ প্রকাশ হয়ে যায়...

আনমনা হয়ে বসে বসে কখনো কখনো ভাবি- আচ্ছা, মানুষ না হয়ে আমি যদি একটা রুপোলি পুঁটি হতাম, তাহলে রঙিন মাছরাঙার স্বীকার হয়ে তার পেটে ঢুকেই আমার জীবনের সব হিশেব চুকে যেতো! একটুকরো খড় হলেও তো বাতাসে ভেসে বেড়াতাম। কিংবা চুলোয় পুড়ে হয়তো জীবন সাঙ হতো এখানেই।

অথচ আমি মানুষ! আমার কতো ভয়-বাঁধা, আমার কতো দুর্ভাবনা! আমি চাইলেই পৃথিবীর পাট চুকে সরে যেতে পারছি না! হায়! যদি পারতাম......

পারতপক্ষে মাটির সাথে মিলেমিশে কাদামাটির সোঁদা গন্ধ হয়ে নদীতে গড়িয়ে পড়তাম যদি ! আমাকে যদি কোনো হিশেবের দরোজায় ভেড়া না লাগতো ! জবাবদিহিতার জোঁয়ালে যদি আমি আবদ্ধ না থাকতাম.......

আল-কুরআনের ভাষায়, "হায়,আমি যদি মাটি হতাম!!

কিংবা বিখ্যাত মুসলিম দার্শনিক ইমাম গাজালির কথাটিরই বাস্তবায়ন হতো, যেখানে তিনি বলেছেন-আমরা মারা যাওয়ার সাথে আমাদের গুনাহগুলোও যদি মারা যেতো!
.

~রেদওয়ান রাওয়াহা
মে, দুই হাজার বিশ

পঠিত : ১৩৪২ বার

মন্তব্য: ১

২০২২-০৭-০৩ ২১:৪২

User
Md. Masud Rana

শুরুটা পড়ে হতভম্ব হয়ে গেছিলাম!

submit