Alapon

বাংলাদেশের গ্রামীন অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেসে...



মরার পর যার ৫০ হাজার বইয়ের কালেকশান দেইখা বাঙ্গালদের আইগ্যাজম হয়ে যাইতেসিলো, সেই সিলেটি মালের করা ওর্স্ট আকামগুলার একটা ছিল বছরকে বছর সোলার প্যানেলে ট্যাক্স বসানো এবং কয়লা চালিত পাওয়ার প্ল্যান্টে ট্যাক্স কমানো।
সোলারে ট্যাক্স বসাইসে দেশটারে আদানীদের পাওয়ার কলোনি বানানোর লাইগা। এখন ডলারে টান পড়সে, তেল কিনতে পারে না কিন্তু আদানীদের কয়লাওয়ালা প্ল্যান্টের ডলার ঠিকই শোধ হবে দেখবেন।

বাই দ্যা ওয়ে, এইভাবে চললে দেশের ইকোনমিক গ্রোথ খুব দ্রুতই কলাপ্স করবে, কারন কেউই এই লেভেলের লোডশেডিং নেয়ার জন্য রেডি না।

আমাদের আরবান স্ট্রাকচারগুলা হিটওয়েভ রেজিস্ট্যান্স না, গ্রীন এনার্জি ফ্রেন্ডলি না এবং এনার্জি সেইভিং মেকানিজমও প্রায় কোথাওই ব্যবহার করা হয় নাই।

ঢাকার একটা সুপারমার্কেটও লোডশেডিং হইলে মানব অবস্থানযোগ্য থাকে না।
পনেরো বছর আমরা সময় পাইসি একটা সাসটেইনেবল এনার্জি সেক্টর বানানোর। এখন আর সময় নাই।

ইন দ্যা মিন টাইম, আরএমজি এবং রেমিট্যান্সেও টান ধরার সম্ভাবনা বাড়তেসে।
বাংলাদেশের গ্রামীন অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেসে। ৮০-৮৫% সলভেন্ট পরিবার বাইরে থেকে আসা রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। একজনে কামায়, ৫-৬ জন মিলা খরচ করে।
কৃষি উৎপাদন প্রায় অচল, চালও আমদানী করে খাইতে হয়। সরিষা উইঠা গেসে, সয়াবিন-সানফ্লাওয়ার দেশে হয় না। ভুগর্ভস্থ পানি কমতেসে দ্রুত গতিতে, গ্যাসের মজুদ দিয়েও বেশিদিন চলবে না।

ইন দ্যা মিন টাইম, একটা জেনারেশান ওয়ার্কফোর্সে আসার জন্য অপেক্ষা করতেসে যাদের আসলে কোন স্কিল নাই।

The clock is ticking...the doomsday may be sooner than we think...

- Sajal

পঠিত : ৮৭৪ বার

মন্তব্য: ০