Alapon

বিশ্বাসটা খুব অল্প দামে বিকিয়ে দিতে যাবেন না...



সকালবেলা বাজারে গেলাম মাছ কেনার জন্য। আমি সাধারণত একটা নির্দিষ্ট দোকান থেকেই মাছ কেনাকাটা করি।

দোকানদার মাছের দাম বলল, ৩০০ টাকা কেজি! কিন্তু ওজন মাপা মেশিনে রেট চাপল, ৩২০ টাকা!

আমি চুপচাপ দাড়িয়ে দেখলাম! দোকানদার ওজন দিয়ে বললেন, ৩০০ টাকা কেজি করে দাম হয় ৪৮০ টাকা! আপনার জন্য আরও ৩০ টাকা কম রাখতেছি৷ আপনি ৪৫০ টাকা দেন।

লোকটার বয়স প্রায় পড়ন্ত। বললাম, 'কাকা, আপনার হিসাবে মনে হয় ভুল হচ্ছে। আপনি আর একবার একটু চিন্তা করে দেখেন।'

তিনি প্রচন্ড আত্নবিশ্বাস নিয়ে বললেন, 'ব্যবসার হিসাব করতে করতে চুল দাড়ি সব পাকাই ফেললাম, আর আপনি কইতেছেন আমার হিসাবে ভুল!

বুড়োকে বললাম, 'হ্যা, আপনার হিসাবে ভুল হয়েছে! ভুল বলাটা ঠিক না, বলা উচিত ইচ্ছাকৃত ভুল! আপনি বললেন, ৩০০ টাকা কেজি। কিন্তু হিসাব করলেন, ৩২০ টাকা কেজি দরে!' তখন বুড়ো দাঁত কপাটি বের করে বলল, 'বয়স হয়ে গেছে তো,তাই মনে রাখতে পারি না!'

ফেরার সময় বুড়োকে বললাম, 'কাকা, খুব অল্পদামে বিশ্বাসটা বিকিয়ে দিলেন!'

আর একটা ঘটনা বলি! ২০১৫ সাল, তখন আমি ঢাকায় একেবারে নতুন! তখন আমি চাকরি করে মোটে বেতন পেতাম মাত্র ৪০০০ টাকা! এই সামান্য বেতনের টাকা থেকে এক বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছিলাম। সেই ধারের টাকা আজ অবধি পাইনি!

টাকাটা খুব সামান্যই ছিল, কিন্তু বিশ্বাসটা ছিল অসামান্য। কিন্তু সেই সামান্য ক'টা টাকার কাছে সে বিশ্বাসটা হারিয়ে ফেলেছে৷ আর যে বিশ্বাস একবার হারিয়ে যায়, তা আর কখনোই ফিরে আসে না।

পঠিত : ৯২৩ বার

মন্তব্য: ০