Alapon

অলৌকিক মেহমান

এক পৃথিবী কষ্ট আর অভিযোগ নিয়ে তাকিয়ে আছে চোখগুলো!
নরমাল ডেলিভারী কিংবা পেট কেটে নয়, পেট ফেটে বের হয়ে পৃথিবীর আলো দেখেছে সে। এখনো জানে না কতটা নিষ্ঠুর এই পৃথিবী। আসলে কত নিষ্ঠুর আর কষ্টকর হতে পারে এই পৃথিবী এটা সে টের পেয়েছে জন্মের সাথে সাথেই। যে মা ১০ মাস ১০ দিন গর্ভে লালন করেছিলেন কিংবা যে বাবা অপেক্ষায় ছিলেন একটা সুস্থ সন্তানের জন্য, তারা জানতেই পারলেন না তাদের অনাগত সন্তানের কি অবস্থা হলো। সে কি বেঁচে আছে নাকি মারা গেছে? ইস! কি মর্মান্তিক। যতবার এই খবর দেখি আমার কান্না চলে আসে। অস্থির লাগে। এই বাচ্চা কোনদিন তার মা-বাবার স্নেহ, মমতা, আদর পাবে না। কোনদিন জানতে পারবে না কতটা মধুর হয় মা-বাবার ভালবাসা! হতভাগ্য এই শিশুটিকে আল্লাহ হেফাযত করুক। যেখানেই থাকুক ভাল থাকুক।

© Sheikh Marufa Nabila

পঠিত : ৪৬৭ বার

মন্তব্য: ০