Alapon

মানুষের অপেক্ষায় জনপদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে ক্যাম্পাসেই একটা মেয়ে শিক্ষার্থীকে বিবস্ত্র কইরা তার ভিডিও ধারণ করা হলো। তার মুঠোফোন নিয়া নিলো, টাকা নিলো এবং শারীরিকভাবে নির্যাতন করা হলো।

কাজটা কে করলো?

রিকশাওয়ালা? কোনো টোকাই? বস্তির পোলাপান?

নাহ। কাজটা বিশ্ববিদ্যালয়েরই পাঁচজন শিক্ষার্থীর। ক্যান ইউ ইমাজিন দ্যাট?

মজার ব্যাপার হইলো, মেয়েটা যখন কর্তৃপক্ষের কাছে বিচার দিতে গেলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল মেয়েটারে বাঁধা দেয়। A powerfull Ass!

'পড়ালেখা কইরা মানুষ হ বাপ' বাপ-দাদাদের এই আশীর্বাদ একটা ভুয়া নীতিকথা।

পড়ালেখা করি আমরা মানুষ হওয়ার জন্য না,জাস্ট লাইফরে একটা ইজি ওয়েতে নিয়ে এসে টাকা কামানোর ধান্ধার জন্য ।

মানুষ হওয়ার বৈধতা কোথায় আসলে ?
হাভার্ডে? মসজিদে? মন্দিরে না চার্চে?

নাহ! কোথাও না।

দু'চারদিন আগে একজন রিকশাওয়ালা তার যাত্রীরে ধর্ষণ হতে দেখে ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান। পুলিশ আইসা শেষমেষ ধর্ষণকারীদের গ্রেফতার করে।

এখন আপনি মানুষ বলবেন কারে, রিকশাওয়ালারে না ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের?

মানুষের জন্ম বিশ্ববিদ্যালয় থেকে হয় না, মসজিদ থেকেও না, মন্দির থেকেও না - মানুষ আদতে জন্ম নেয় তার 'মানসিকতার গর্ভ' থেকে....

-- অনিকেত প্রান্তর

পঠিত : ২৬০ বার

মন্তব্য: ০